Andhra Pradesh Road Accident : দোলের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৮

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৮

নেল্লোর : দোলের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পরপর ৮ জনের। আহত ৬। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নেল্লোরের দুর্ঘটনা (Accident) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

ভয়াবহ দুর্ঘটনা

নেল্লোরের (Nellore) ধর্মাডুগু গ্রামে রবিবার সকালে লরি এবং টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল ৮ জনের। আহত হন আরও ৬ জন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসাও শুরু করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন  : Mimi Chakraborty On Holi 2021 : প্রচারের মাঝে মিমির 'রংবাজি'

দুর্ঘটনার ঘটনাস্থলে হাজির হয়ে পুলিস মৃতদেহ উদ্ধার করে। যদিও মৃতদের পরিচয় নিয়ে পুলিস এখনও খোলসা করে কিছু জানায়নি। কী কারণে ওই দুর্ঘটনা ঘটে, তা নিয়ে জোর কদমে তল্লাশি শুরু হয়েছে। মৃতদের পরিবারের তরফেও কোনও মন্তব্য করা হয়নি।



@endif