Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রী বোঝাই গাড়িতে লরির ধাক্কা, মর্মান্তিক মৃত্যু ৯ জনের

ভেঙ্কট স্বামী থানার সাব ইন্সপেক্টর জানান, নিম্মাগালু গ্রামে থেকে একটি গাড়িতে করে ৯ জন ফিরছিলেন। সেই সময় উলটো দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে গাড়িতে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। সেই সঙ্গে পুলিশ একটি মামলা দায়ের করে।

Accident In Andhra Pradesh (Photo Credit: File Photo)

অনন্তপুরম, ৭ ফেব্রুয়ারি:  সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। আজ সকালে অন্ধ্রপ্রদেশের (Andra Pradesh) অনন্তপুরাম জেলার বুদাগাভি গ্রামে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যার জেরে ৯ জনের মৃত্যু হয়। গাড়ি এবং লরির ধাক্কায় অনন্তপুরমে ওই ৯ জনের মৃত্যু হয় বলে খবর।

ভেঙ্কট স্বামী থানার সাব ইন্সপেক্টর জানান,  নিম্মাগালু গ্রামে থেকে একটি গাড়িতে করে ৯ জন ফিরছিলেন। সেই সময় উলটো দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে গাড়িতে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। সেই সঙ্গে পুলিশ একটি মামলা দায়ের করে।

আরও পড়ুন:  Suhana Khan: কোথায় যাচ্ছেন সুহানা খান? জল্পনা ছড়াল শাহরুখ-কন্যার ছবিতে

রিপোর্টে প্রকাশ,  ট্রাকটি (Lorry) দুরন্ত গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে শেষ পর্যন্ত ওই ট্রাকটি যাত্রীবোঝাই গাড়িতে গিয়ে ধাক্কা মারে। তার জেরেই ওই গাড়ির (Car) ৯ যাত্রীর মৃত্য়ু হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।



@endif