Andhra Pradesh Hospital: কর্তব্যরত মহিলা চিকিৎসককে চুল ধরে মার রোগীর, ভাইরাল ভিডিয়ো
কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আন্দোলন করে চলেছেন চিকিৎসকেরা। আর এই আবহে তিরুপতির হাসপাতালের এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ডাক্তারদের নিরাপত্তার দাবিটা ঠিক কতটা সংগত।
নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডের(R G Kar Rape-Murder Case) প্রতিবাদে যখন উত্তাল গোটা দেশ, প্রশ্নের মুখে ডাক্তারদের( Doctors) নিরাপত্তা, তখন কর্তব্যরত মহিলা চিকিৎসকের(Lady Doctor) গায়ে হাত তোলার অভিযোগ উঠল এক রোগীর(Patient) বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতির এক হাসপাতালে। এমারজেন্সি মেডিসিন বিভাগে এই ঘটনা ঘটে। বেড থেকে উঠে মহিলা চিকিৎসকের চুল ধরে টেনে মাটিতে ফেলে দেন এক রোগী। সঙ্গে-সঙ্গে ছুটে আসেন ওয়ার্ডের অন্যান্য ডাক্তাররা। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা চিকিৎসক। তিনি বলেন, "আমরা কোথায় নিরাপদ? রোগীর কাছে কোনও ধারাল অস্ত্র থাকলে কী হত? আমায় বাজেভাবে মারা হয়েছে। এর দায় কার?" আর জি কর কাণ্ডে বারেবারে সামনে উঠে এসেছে চিকিৎসকদের নিরাপত্তা। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আন্দোলন করে চলেছেন চিকিৎসকেরা। আর এই আবহে তিরুপতির হাসপাতালের এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ডাক্তারদের নিরাপত্তার দাবিটা ঠিক কতটা সংগত।
সেই মুহূর্তের ভাইরাল ভিডিয়ো