IPL Auction 2025 Live

IAF Fighter Aircraft Crashed: পঞ্জাবে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান

ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান। পঞ্জাবের ভগৎ সিং নগরের কাছে সেটি ভেঙে পড়ে। এখনও পর্যন্ত যুদ্ধবিমান ভেঙে পড়ার কারণ জানা যায়নি।

ফাইল ফোটো (Photo Credits: ANI)

ভগৎ সিং নগর, ৮ মে: ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) একটি মিগ-২৯ যুদ্ধবিমান (Mig-29 aircraft)। পঞ্জাবের ভগৎ সিং নগরের কাছে সেটি ভেঙে পড়ে। জলন্ধরের (Jalandhar) বায়ুসেনা ঘাঁটি থেকে সেটি ট্রেনিং মিশনে গেছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণেই সেটি ভেঙে পড়ে বলে জানিয়েছে বায়ুসেনা। পাইলট ইজেক্ট করে নিরাপদে অবতরণ করেন।

বায়ুসেনার তরফে আরও জানানো হয়েছে, পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তারপরই তিনি ইজেক্ট করেন। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: Aurangabad Train Accident: ক্লান্ত হয়ে রেললাইনের ওপরেই ঘুম, ১৪ জন পরিযায়ী শ্রমিকের ওপর দিয়ে চলে গেল মালগাড়ি, মৃত সকলেই

বৃহস্পতিবার সিকিমে একই রকম ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভারতীয় বায়ুসেনার একটি মিগ-১৭ হেলিকপ্টার আকাশে ওড়ার খানিক পরই জরুরি অবতরণ করে। এএনআইয়ের একটি টুইট অনুসারে, হেলিকপ্টারটিতে ৬ জন ছিলেন। তাঁদের মধ্যে একজন আহত হয়েছিলেন।