Uttar Pradesh: অসুস্থ স্বামীকে নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে মহিলার শ্লীলতাহানী, লুট করা হল গয়না ও টাকাপয়সা
শুধু যৌন হেনস্থাই নয়,নির্যাতিতার গলা থেকে মঙ্গলসূত্র এবং ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত। চলন্ত গাড়ি থেকেই পুলিশে খবর দেন নির্যাতিতার ভাই।
নয়াদিল্লিঃ মহিলারা কোথায় নিরাপদ? খাস কলকাতার আর জি কর হাসপাতালে (R G Kar Hospital)কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন(Murder) এবং ধর্ষণের(Rape) ঘটনার পর বারবার এই এক প্রশ্ন উঠে আসছে। নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছে চিকিৎসক(Doctor) থেকে নাগরিক সমাজ। মহিলাদের নিরাপত্তা যে কতটা তলানিতে ট ঠেকেছে তা আবারও প্রমাণ করল একটি ঘটনা। এবার অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের ভিতর যৌন হেনস্থার শিকার মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) গাজিপুরে। জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী দীর্ঘদিন ধরে স্নায়ুর সমস্যাইয় ভুগছেন। হাসপাতালে ভর্তি ছিলেন কিছুদিন। হাসপাতাল থেকে ছুটি হওয়ার পর স্বামীকে বাড়ি নিয়ে আসার জন্য গাজিপুর থেকেই অ্যাম্বুলেন্স ভাড়া করেন তিনি। অ্যাম্বুলেন্সের চালক তাঁকে সামনের সিটে বসার জন্য বারবার বলতে থাকে। এরপরই নানাভাবে মহিলাকে হেনস্থা করতে থাকে সে। শরীরে হাত বোলানো থেকে কটূক্তি চলে সবই। ওই অ্যাম্বুলেন্সেই উপস্থিত ছিলেন নির্যাতিতার ভাই। কিন্তু তিনি পিছনে রোগীর কেবিনে থাকায় প্রথমে তাঁকে কিছুই জানাতে পারেননি নির্যাতিতা। তবে মহিলা চিৎকার করার তাঁর স্বামী এবং ভাই গোটা ঘটনাটি জানতে পারেন। তাঁরা গাড়ি থামানোর জন্য চিৎকার করলে অসুস্থ স্বামীর অক্সিজেন মাস্ক খুলে দেয় অ্যাম্বুলেন্সের এক সহযোগী। শুধু যৌন হেনস্থাই নয়,নির্যাতিতার গলা থেকে মঙ্গলসূত্র এবং ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত। চলন্ত গাড়ি থেকেই পুলিশে খবর দেন নির্যাতিতার ভাই। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার স্বামী। তাঁকে গোরক্ষপুরের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের কর হয়।
অ্যাম্বুলেন্সে মহিলার শ্লীলতাহানী