Amritpal Singh: স্ত্রী কিরণদীপকে ঘরবন্দি করে মারধর করেন খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং, বলছে রিপোর্ট
ভারতে আসার আগে পর্যন্ত অমৃতপাল সিং দুবাইতে ট্রাক চালানোর কাজ করতেন। ২০২২ সাল পর্যন্ত দুবাইতে ট্রাক চালাতেন অমৃতপাল। ভারতে আসার পর দীপ সিধুর সংস্থা ওয়ারিস পাঞ্জাব দে-র প্রধান হয়ে বসেন অমৃতপাল সিং।
দিল্লি, ২৪ মার্চ: দুবাইতে বিলাসবহুল জীবনযাপন করেন অমৃতপাল সিং। দুবাইতে বিলাসবহু জীবনযাপন করাকালীন একাধিকবার থাইল্যান্ডে যান খালিস্তানপন্থী নেতা। দুবাইতে বিলাসবহুল জীবনযাপনের মধ্যেই গত বছর ফেব্রুয়ারিতে কিরণদীপ কউরকে বিয়ে করেন অমৃতপাল সিং। কিরণদীপ কউরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর স্ত্রীকে কার্যত বন্দি করে রাখা শুরু করেন অমৃতপাল সিং। অন্য মহিলাদের সঙ্গে একাধিক সম্পর্কের জেরেই স্ত্রী কিরণদীপ কউরকে ঘরবন্দি করে রাখতে শুরু করে খালিস্তানপন্থী নেতা। এবার এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসতে তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, কিরণদীপ কউরের পরিবার পাঞ্জাবের হলেও তাঁরা ব্রিটেনে বসবাস করেন। ফলে পরিবারের সঙ্গে কিরণদীপও ব্রিটেনের বাসিন্দা। গত বছর ফেব্রুয়ারিতে কিরণদীপকে বিয়ে করেন অমৃতপাল সিং। তবে কিরণদীপ কউরকে বিয়ের পর তাঁকে বন্দি করে রাখার পাশাপাশি অমৃতপাল মারধরও করেন বলে অভিযোগ। এমনকী, স্ত্রী থাকা সত্ত্বেও একাধিক তরুণী এবং বিবাহিত মহিলার সঙ্গে অমৃতপালের সম্পর্ক রয়েছে বলে খবর।
ভারতে আসার আগে পর্যন্ত অমৃতপাল সিং (Amritpal Singh) দুবাইতে (Dubai) ট্রাক চালানোর কাজ করতেন। ২০২২ সাল পর্যন্ত দুবাইতে ট্রাক চালাতেন অমৃতপাল। ভারতে আসার পর দীপ সিধুর সংস্থা ওয়ারিস পাঞ্জাব দে-র প্রধান হয়ে বসেন অমৃতপাল সিং।
অমৃতপাল সিংয়ের সঙ্গে থাইল্যান্ডের কারও গভীর যোগ রয়েছে। সেই কারণে বার বার তাঁর থাইল্যান্ডে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। এমনকী থাইল্যান্ডে অমৃতপাল সিংয়ের দ্বিতীয় স্ত্রী থাকতে পারেন বলে অনুমনা গোয়েন্দাদের। সেই সঙ্গে দুবাইয়ের মাদক পাচারকারীদের সঙ্গে গভীর যোগ রয়েছে অমৃতপাল সিংয়ের। যশবন্ত সিং নামে এক ব্যক্তির সঙ্গে মাদকের ব্যবসা রয়েছে অমৃতপালের। যাঁর দাদা পাকিস্তান থেকে মাদকের ব্যবসা চালান বলে খবর।