জঙ্গিদের খোলা চ্যালেঞ্জ! বুলেটপ্রুফ শিল্ড ছাড়াই বারামুল্লায় জনসভা শাহের

Amit Shah (Photo Credits: ANI)

বারামুল্লা: জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে বিভিন্ন জায়গায় জনসভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে বারামুল্লায় তিনি যে ঘটনা ঘটালেন তা দেখে চমকে গেছে পুরো দেশ। বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লায় (Baramulla) জনসভা করতে গিয়ে স্টেজ থেকে বুলেটপ্রুফ শিল্ড (bulletproof shield) খুলে দেওয়ার নির্দেশ দেন অমিত শাহ। বলেন. তিনি মানুষের সঙ্গে সোজাসুজি কথা বলবেন। আসলে তিনি যে সন্ত্রাসবাদীদের ভয় পাচ্ছেন না একথাই স্পষ্ট করতে চেয়েছিলেন গোটা দেশের কাছে।

আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসতেই উদ্দেশ্য পূরণ হয়ে গেছে তাঁর। নেটিজেনরা বলছেন, জঙ্গিদের ডেরায় গিয়ে তাদের খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Union home minister)। পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তাঁকে ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না। দেশের অন্যপ্রান্তে যেমন তিনি বুলেটপ্রুফ শিল্ড ছাড়াই জনসভা করেন তেমনি কাশ্মীরের বিভিন্ন প্রান্তেও করবেন।