Coronavirus Outbreak In Odisha: ওড়িশায় প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলল, ইতালি থেকে সম্প্রতি ভুবনেশ্বরে ফিরেছেন ওই যুবক
এবার ভুবনেশ্বরে একজন সিওভিআইডি-১৯ (COVID-19) পজিটিভ রোগীর সন্ধান মিলল। ওই ব্যক্তি সম্প্রতি ইতালি থেকে দিল্লিতে ফিরেছেন। তারপর ট্রেনে ভুবনেশ্বরে পৌঁছাতেই তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়ে। ইতিমধ্যেই আক্রান্তকে ভুবনেশ্বর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ১৪ ঘণ্টাই আক্রান্তের উপরে নজর রাখা হবে। বলা বাহুল্য, দেশজুড়ে যখন করোনা আক্রানতের সংখ্যা হু হু করে বাড়ছে, তখন এই প্রথম ওড়িশায় মারণ রোগে আক্রান্তের সন্ধান মিলল। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। রবিবার রাতে সেই সংখ্যাটা বেড়ে দাড়ায় ১১০। এর মধ্যে ১৭ জন বিদেশি পর্যটক আছেন। আক্রান্তদের মধ্যে অন্তত ১০ জন এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে।
ভুবনেশ্বর, ১৬ মার্চ: এবার ভুবনেশ্বরে একজন সিওভিআইডি-১৯ (COVID-19) পজিটিভ রোগীর সন্ধান মিলল। ওই ব্যক্তি সম্প্রতি ইতালি থেকে দিল্লিতে ফিরেছেন। তারপর ট্রেনে ভুবনেশ্বরে পৌঁছাতেই তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়ে। ইতিমধ্যেই আক্রান্তকে ভুবনেশ্বর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ১৪ ঘণ্টাই আক্রান্তের উপরে নজর রাখা হবে। বলা বাহুল্য, দেশজুড়ে যখন করোনা আক্রানতের সংখ্যা হু হু করে বাড়ছে, তখন এই প্রথম ওড়িশায় মারণ রোগে আক্রান্তের সন্ধান মিলল। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। রবিবার রাতে সেই সংখ্যাটা বেড়ে দাড়ায় ১১০। এর মধ্যে ১৭ জন বিদেশি পর্যটক আছেন। আক্রান্তদের মধ্যে অন্তত ১০ জন এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে।
এই মুহূর্তে গোটা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার। রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। সেখানে ৩১ জনের শরীরে সিওভিআইডি-১৯ পজিটিভ মিলেছে. যার মধ্যে ১২ জনকে আজই চিহ্নিত করা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বার্তালাপ বলেন। সংক্রমণ এড়াতে বলিউডে সমস্ত শুটিং বন্ধ রাখা হয়েছে। পর্যটকের ভিড়ে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রুখতে ১৪৪ ধারা বলবৎ করেছে মুম্বই পুলিশ। এদিকে মারণ ভাইরাস করোনার ত্রাসে কাঁপছে বিশ্ব। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সার্কভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানরা আলোচনায় বসেছিলেন রবিবার। এদিন বিকেলে ভিডিও কনফারেন্সে চলে আলোচনা। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina)। কারণ হল, গতমাসে করোনা ত্রস্ত উহান থেকে ২৩জন বাঙলাদেশি পড়ুয়া উদ্ধার হয়েছেন। ভারতীয় পড়ুয়াদের সঙ্গেই তাঁদের উদ্ধার করা হয়। তবে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীই নন, এই ঘটনায় নরেন্দ্র মোদির (PM Modi) প্রশংসায় পঞ্চমুখ মালদ্বীপ ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও। আরও পড়ুন- Bangladesh PM Sheikh Hasina Thanked PM Modi: করোনা বিধ্বস্ত উহান থেকে ২৩ জন বাংলাদেশি ছাত্রকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ শেখ হাসিনার
গত শুক্রবারই করোনাভাইরাস প্রতিরোধে সার্কভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বার্তালাপ করছেন নরেন্দ্র মোদি। এই আলোচনায় COVID-19 আপৎকালীন তহবিলের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। বলেন,''কোভিড ১৯ আপৎকালীন তহবিল গঠনের প্রস্তাব দিচ্ছি। সদস্য দেশগুলি স্বেচ্ছায় অর্থদান করতে পারে। শুরুটা ১০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে করতে পারে ভারত। চিকিৎসক ও বিশেষজ্ঞদের দল তৈরি রেখেছি ভারতে। পরীক্ষা ব্যবস্থার সামগ্রী ও অন্যান্য সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে। আপনাদের দরকার পড়লে তাঁরা পৌঁছে যাবেন।''