Tirupati Laddu Controversy: পশুর চর্বি ও মাছের তেলের পর এবার মাদক, তিরুপতির প্রসাদী লাড্ডু ঘিরে নয়া বিতর্ক

এক মহিলা ভক্ত অভিযোগ তোলেন, ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রসাদম হিসাবে দেওয়া লাড্ডুর মধ্যে থেকে তিনি মাদক পেয়েছেন।

Tobacco in Tirupati laddu (Photo Credits: X)

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির জগৎ বিখ্যাত। নিত্য লক্ষ লক্ষ ভক্ত দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আসেন তিরুপতির দর্শন নিতে। ভক্তদের জন্যে মন্দিরে রোজ তৈরি হয় কয়েক লক্ষ প্রসাদী লাড্ডু। তিরুপতি মন্দিরের এই প্রসাদী লাড্ডু ঘিরে চলছে তুমুল বিতর্ক। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড় অভিযোগ তোলেন, মন্দিরের প্রসাদী লাড্ডুতে ব্যবহৃত ঘিয়ের মধ্যে পশুর চর্বি এবং মাছের তেল ব্যবহার করা হয়। সেই অভিযোগ চাওর হতেও সরগরম গোটা দেশ। এরই মাঝে তিরুপতির প্রসাদী লাড্ডু ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এক মহিলা ভক্ত অভিযোগ তোলেন, ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রসাদম হিসাবে দেওয়া লাড্ডুর মধ্যে থেকে তিনি মাদক পেয়েছেন। তিরুপতির প্রসাদী লাড্ডুতে গরু, শুয়োরের চর্বি এবং মাছের তেলের পর এবার মাদক!

তেলাঙ্গানার খাম্মাম জেলার বাসিন্দা ডনথু পদ্মাবতী গত ১৯ সেপ্টেম্বর তিরুপতির দর্শন নিতে গিয়েছিলেন। মন্দিরের অন্যান্য ভক্তদের মত তিনিও প্রসাদী লাড্ডু এনেছিলেন পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যে। কিন্তু তিরুপতির প্রসাদম লাড্ডু ভেঙে ভাগ করার সময়ে ভিতর থেকে কাগজে মোড়ানো তামাকের টুকরো উদ্ধার করেন পদ্মাবতী। যা দেখে একপ্রকার আশ্চর্য হন তিনি।

পদ্মাবতী জানান, 'আমি যখন লাড্ডু বিতরণ করতে যাচ্ছি সেই সময় লাড্ডুর মধ্যে থেকে ছোট কাগজে মোড়ানো এক টুকরো তামাক দেখে আমি আতঙ্কিত হয়েছিল। তিরুপতির প্রসাদমকে পবিত্র মনে করা হয়। সেখানে এই ধরণের দূষণ খুঁজে পাওয়া অত্যন্ত হৃদয়বিদায়ক'।

কী জানাচ্ছেন অভিযোগকারী ভক্ত... 

কী নিয়ে তিরুপতির লাড্ডু বিতর্ক?

অন্ধ্রপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু (Chandrababu Naidu) অভিযোগ তোলেন, তিরুপতির প্রসাদী লাড্ডুতে গরু এবং শুয়োরের চর্বি এবং মাছের তেল মেশানো হয়। নিজের অভিযোগের স্বপক্ষে বৃহস্পতিবার গুজরাটের একটি ল্যাবরেটরির রিপোর্টও তুলে ধরেন তিনি। তেলেগু দেশম পার্টির প্রধানের অভিযোগ, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির জামানা থেক তিরুপতির লাড্ডুতে গরু এবং শুয়োরের চর্বি এবং মাছের তেল যুক্ত ঘি ব্যবহার করা হয়।