COVID-19 Scare In Mumbai: ১০ দিনের জন্য করোনাভাইরাস সচেতনতার হোর্ডিং থাকবে শহরে, নিয়ম ভাঙলেই কড়া শাস্তির হুঁশিয়ারি বৃহন্মুম্বই পুরসভার
এই নিয়ম যদি কেউ লঙ্ঘন করে তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মুম্বই শহরে সবমিলিয়ে ১২০০টি বিভিন্ন আকারের হোর্ডিং ঝোলানোর জায়গা রয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস এখন বিশ্বের কাছে একটা বড় চ্যালেঞ্জ। গোটা রাজ্যকে সুরক্ষিত রাখতে তাই সচেতনতার প্রচার জরুরি।
মুম্বই, ১৬ মার্চ: মারণ রোগ করোনাভাইারাসের ত্রাসে কাঁপছে দেশের বাণিজ্যনগরী। এই পরিস্থিতিতে সমস্ত শহরজুড়ে শুধু কোভিড-১৯ এর সুরক্ষা সংক্রান্ত সচেতনতার বার্তা দেওয়া হোর্ডিং টাঙানো যেতে পারে। বিজ্ঞাপনদাতাদের এমনই ছাড়পত্র দিল বৃহন্মুম্বই পুরসভা (BMC)। আজ অর্থাৎ ১৬ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্তই এই সচেতনতা মূলক প্রচারই চলবে হোর্ডিংয়ে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে. এই নিয়ম যদি কেউ লঙ্ঘন করে তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মুম্বই শহরে সবমিলিয়ে ১২০০টি বিভিন্ন আকারের হোর্ডিং ঝোলানোর জায়গা রয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস এখন বিশ্বের কাছে একটা বড় চ্যালেঞ্জ। গোটা রাজ্যকে সুরক্ষিত রাখতে তাই সচেতনতার প্রচার জরুরি।
এই মর্মে ইতিমধ্যেই হোর্ডিংয়ের মালিকানাধীন ব্যক্তির কাছে পুরসভা চিঠিও পাঠিয়েছে। যাতে করোনা সংক্রান্ত হোর্ডিং টাঙাতে তাঁরা আপত্তি না করেন। এক সপ্তাহ আগে সমস্ত বিজ্ঞাপনদাতাকে এনিয়ে জানানো হয়েছে। যাঁরা নিজেদের খরচায় সচেতনতার বার্তা ছড়াবেন, তাঁদের লাইসেন্সের খরচও কমিয়ে দেওয়া হবে। যদি এর পরেও কোনও বিজ্ঞাপন দাতা এই নিয়ম লঙ্ঘন করেন তবে তাঁর লাইসেন্স বাতিল হবে। ও হোর্ডিংয়ের জায়গা হাতছাড়া হবে। আরও পড়ুন- Coronavirus Outbreak In Odisha: ওড়িশায় প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলল, ইতালি থেকে সম্প্রতি ভুবনেশ্বরে ফিরেছেন ওই যুবক
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে গোটা দেসে ১১২ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। এরমধ্যে আবার ১৭ জন বিদেশি। মহারাষ্ট্রে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা ৩২।