Vasundhara Raje: রাজস্থানে পদ্ম কাঁটা জন্মদিনের কেকে! বসুন্ধরার রাজ রুখতে নয়া কৌশল বিজেপির!

চলতি বছরের শেষে কংগ্রেস শাসিত রাজস্থানে বিধানসভা নির্বাচন। হাতের থেকে রাজস্থান কাড়তে মরিয়া অমিত শাহ, জেপি নাড্ডা-রা।

Vasundhara Raje with Amit Shah. (Photo Cedits: Twitter)

চলতি বছরের শেষে কংগ্রেস শাসিত রাজস্থানে বিধানসভা নির্বাচন। হাতের থেকে রাজস্থান কাড়তে মরিয়া অমিত শাহ, জেপি নাড্ডা-রা। কিন্তু সোনার কেল্লের রাজ্যে বিজেপির দলীয় অন্তর্দ্বন্দ্ব আরও চওড়া হচ্ছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ঠান্ডা যুদ্ধের কথা সবার জানা। বসুন্ধরা রাজ চান নিজেকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে নির্বাচনে লড়তে। শাহ আবার বসুন্ধরাকে এতটা জমি দিতে রাজি নন। বসুন্ধরা তবু নিজের মত করে লড়ে যাচ্ছেন। শাহ আবার অলিখিত নির্দেশে রাজস্থান বিজেপি নেতাদের নিজেদের মত করে ঘর গোছাতে বলছেন।

আগামী ৪ মার্চ সালসার মন্দিরে নিজের জন্মদিন পালন করতে দলীয় কর্মী, সর্থকদের নিয়ে সালাসার মন্দিরে যাওয়ার বড় কর্মসূচির কথা ঘোষণা করেছেন বসুন্ধরা। এমনিতে ৮ মার্চ তাঁর জন্মদিন। কিন্তু সেদিন হোলি থাকায়, জন্মদিনে পুজো দেওয়ার কর্মসূচিটা চার দিন আগে করেন বসুন্ধরা কিন্তু শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়ে বসুন্ধরাকে খালি জমি না দিয়ে, সেদিনই আবার রাজ্যজুড়ে কংগ্রেসের অশোক গেহলট সরকারের বিরুদ্ধে বড় বিক্ষোভ করা হবে বলে রাজস্থান বিজেপি-র পক্ষ থেকে জানানো হয়। এর ফলে বসুন্ধরার জন্মদিনকে ঘিরে অনুষ্ঠান অনেকটাই ফিকে হয়ে গেল। বসুন্ধরার হাতে কিছুতেই রাশ তুলে দিতে রাজি নয় রাজস্থান বিজেপি।

দেখুন টুইট

বছর দুয়েক আগে দলীয় নেতৃত্বের সঙ্গে বিবাদ তুঙ্গে ওঠার দলীয় কর্মসূচিতে যাওয়া ছেড়ে দিয়েছিলেন বসুন্ধরা রাজ। পরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে অভিমান দূর হয়। ২০০৩-০৮, তারপর ২০১৩-১৮ দু দফায় রাজস্থানে বিজেপি-র মুখ্যমন্ত্রী হন বসুন্ধরা। ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে তাঁর সঙ্গে শাহ-র ঠান্ডা লড়াই তুঙ্গে ওঠে। শেষ অবধি রাজস্থান ভোটে হেরে যায় বিজেপি। অটল বিহারী বাজপেয়ী জমানার বলিষ্ঠ নেত্রী মোদী আমলে দলে গুরুত্ব হারান। রাজস্থানে কংগ্রেসে চলা অশোক গেহলট বনাম সচিন পাইলট ইস্যু কিছুটা ঠান্ডা হতে চলার মুখে, রাজ বনাম বিজেপি বিতর্ক তুঙ্গে উঠেছে।