Rajasthan: রাজস্থানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বন্ধ করে দেওয়া হল সীমান্ত
রাজস্থানে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যায় লাগাম টানতে আগামী ১ সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (Rajasthan)। শুধুমাত্র যাদের কাছে যথাযোগ্য নথি থাকবে, অর্থাৎ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন যাদের কাছে, তারাই সীমান্ত পেরিয়ে রাজস্থানে প্রবেশ করতে পারবে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,২৪৫। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫৫ জনের। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) জানিয়েছেন, লকডাউনের সময়সীমার মধ্যে ৫ লাখ ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়েছে।
জয়পুর, ১০ জুন: রাজস্থানে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যায় লাগাম টানতে আগামী ১ সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (Rajasthan)। শুধুমাত্র যাদের কাছে যথাযোগ্য নথি থাকবে, অর্থাৎ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন যাদের কাছে, তারাই সীমান্ত পেরিয়ে রাজস্থানে প্রবেশ করতে পারবে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,২৪৫। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫৫ জনের। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) জানিয়েছেন, লকডাউনের সময়সীমার মধ্যে ৫ লাখ ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়েছে।
গত মঙ্গলবার রাজস্থানের ২৬ টি পরিবারে নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। বুধবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯,৯৮৫। মৃত্যু হয়েছে ২৭৯ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২.৭ লাখ। আরও পড়ুন: Kerala: অনলাইন ক্লাসে পর্ন ভিডিয়ো শেয়ার করে ফেললেন শিক্ষক
দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় লকডাউন থাকার জেরে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। যার জেরে আনলক ওয়ানে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই শপিং মল, ধর্মীয় স্থান, হোটেল, রেস্তোরাঁ সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে। তবে মেনে চলা হচ্ছে বেশ কিছু নীতি-নির্দেশিকা। অন্যদিকে নিয়ম শিথীল হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা দেশজুড়ে।