Indian Army: লকডাউনের বাজারে নয়া নির্দেশিকা, ভারতীয় সেনার সদর দপ্তর সচল রাখবে ৫০ শতাংশ কর্মী

দেশজুড়ে হু হু করে বাড়ছে সংক্রমণ। মারণ ভাইরাস করোনাকে রুখতে চলছে লকডাউনের দ্বিতীয় পর্ব। এই পরিস্থিতিতে ১৯ এপ্রিল পর্যন্ত সেনা ক্যান্টনমেন্ট, সেনার সদর দপ্তর, সেনাভবন, সেনাদলর সবকিছুকে আপাতত স্থগিত রাখা হয়েছে। সেনার (Indian Army) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সেনার প্রধান কার্যালয়ে ৫০ শতাংশ হারে কাজ শুরু হতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, জরুরি পরিষেবার সঙ্গে নিযুক্ত সেনাদল তাদের দায়িত্ব পালন করবে। এই লকডাউনে তাদের চলাচলে অনুমোদন দেওয়া হয়েছে। দেশে প্রথম পর্যায়ের লকডাউন ছিল গত ১৪ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের লকডাউন চলবে ৩ মে পর্যন্ত।

ভারতীয় সেনার প্রতীকী ছবি | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৬ এপ্রিল: দেশজুড়ে হু হু করে বাড়ছে সংক্রমণ। মারণ ভাইরাস করোনাকে রুখতে চলছে লকডাউনের দ্বিতীয় পর্ব। এই পরিস্থিতিতে ১৯ এপ্রিল পর্যন্ত সেনা ক্যান্টনমেন্ট, সেনার সদর দপ্তর, সেনাভবন, সেনাদলর সবকিছুকে আপাতত স্থগিত রাখা হয়েছে। সেনার (Indian Army) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সেনার প্রধান কার্যালয়ে ৫০ শতাংশ হারে কাজ শুরু হতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, জরুরি পরিষেবার সঙ্গে নিযুক্ত সেনাদল তাদের দায়িত্ব পালন করবে। এই লকডাউনে তাদের চলাচলে অনুমোদন দেওয়া হয়েছে। দেশে প্রথম পর্যায়ের লকডাউন ছিল গত ১৪ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের লকডাউন চলবে ৩ মে পর্যন্ত।

১৯এপ্রিল পর্যন্ত নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র সেনার সদর দপ্তরের পরিচালিত সেনা অভিযান, সেনা গোয়েন্দাদের কাজ, স্ট্র্যাটেজিক মুভমেন্ট চালু থাকবে। পাশাপাশি কোভিড-১৯ সম্পর্কিত কাজও সচল থাকবে। তবে সেনার য়ে ক্ষেত্রেগুলি সচল থাকবে তাদের ম্যানপাওয়ারও সীমিতই রাখা হয়েছে। বেশিরভাগকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে করোনাভাইরাস সংক্রান্ত কারণে সেনার চিকিৎসা পরিষেবা পুরোপুরি শক্তি নিয়েই লকডাউনে কাজ করবে। সেনার সমস্ত ক্লিনিক ও হাসপাতাল এই দুর্বিপাকের সময় পুরোদমে সক্রিয় রয়েছে। তবে প্রশিক্ষণ ও অস্থায়ী দায়িত্বের কাজ ৩ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপের তথ্য ৩ মে-র পরে সরকারের তরফে জানা যাবে। আরও পড়ুন- Motor-Health Insurance Validity: বেড়েছে লকডাউন, গাড়ি ও স্বাস্থ্য বিমার প্রিয়িয়াম ডেটলাইন বাড়াল কেন্দ্র; কবে জানেন?

এটাও ঠিক যে সমস্তরকমের সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা, ধর্মীয়, শিক্ষামূলক, বিনোদনমূলক অনুষ্ঠান আপাতত বন্ধই রয়েছে। একই সঙ্গে সেনা সংক্রান্ত জমায়েত, ধর্মীয় জমায়েত বা বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না। কোভিড হটস্পট ও কন্টাইনমেন্ট জোনে যেকোনওরকম চলাচল নিষিদ্ধ হয়েছে। ব্যাতিক্রমী কিছু তখনই ঘটবে যখন সেনার তরফে আসবে অনুমোদন।

 



@endif