Afghanistan Crisis: তালিবানি সমর্থন থেকে দূরত্ব বজায় রাখল সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড

তালিবানের সমর্থনে মুখ খুলেছিল সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের (AIMPLB) কয়েকজন সদস্য৷ এরপরেই সেই তালিবানের পক্ষে বিবৃত দেওয়া সদস্যদের সঙ্গে দূরত্ব বাড়াল সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড৷

তালিবান নেতা মুল্লা বারাদার Photo Credits: File Image)

লখনউ, ১৯ আগস্ট: তালিবানের সমর্থনে মুখ খুলেছিল সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের (AIMPLB) কয়েকজন সদস্য৷ এরপরেই সেই তালিবানের পক্ষে বিবৃত দেওয়া সদস্যদের সঙ্গে দূরত্ব বাড়াল সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড৷ এই প্রসঙ্গে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি (Afghanistan Crisis) নিয়ে কোনও রকম বিবৃতি বা মন্তব্য করবে না সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড৷ বোর্ডের কয়েকজন সদস্যের করা মন্তব্যের উপরে ভিত্তি করে বেশকিছু সংবাদ মাধ্যম বলছে, সেটাই নাকি তালিবান সম্পর্কে বোর্ডের ধারণা৷ সমবাদ মাধ্যমের এহেন প্রচার ফিরিয়ে নেওয়া উচিত যেখানে বলা হচ্ছে সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড তালিবানদের সমর্থন করছে৷ এই ধরণের প্রচার সাংবাদিকতা বিরোধী৷” আরও পড়ুন-Afghanistan Crisis: কাবুল দখলের পরেই আফগানিস্তান ভারত বাণিজ্যিক সম্পর্কের ইতি টানল তালিবান

উল্লেখ্য, আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের পরে পরেই সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের মৌলানা উমরাইন মাহফুজ রহমানি ও জাতীয় মুখপাত্র মৌলানা সাজ্জাদ নোমানি একেবারে খোলাখুলি তালিবানদের সমর্থন করেছেন৷ উমরাইন সোশ্যাল মিডিয়া পোস্টে আফগানিস্তান দখলের জন্য় তালিবানকে বাহবা দিতে ভোলেননি৷ তিনি লিখেছেন, আফগানিস্তানের ক্ষমতা দখল তালিবানের অতিরিক্ত সাফল্য৷ আল্লার সহযোগিতায় এটি সম্ভব হয়েছে৷ সাজ্জাদ নোমানি আরও একধাপ এগিয়ে গিয়ে তালিবান বাহিনীকে সাহসী যোদ্ধা আখ্যা দিয়েছেন, কারণ তারা মার্কিন সেনাকে গাড় ধাক্কা দিয়ে আফগানিস্তান থেকে বের করেছে৷ আগামীর শান্তি ও আত্মত্যাগের জন্য তালিবানকে অভিনন্দনও জানিয়েছেন এই বোর্ড সদস্য৷

 



@endif