COVID-19 Lockdown: অত্যাবশ্যকীয় জিনিস-সহ সব পণ্যসামগ্রী বিক্রির জন্য কেন্দ্রের কাছে আর্জি Amazon, Flipkart-র

লকডাউনের জেরে বন্ধ ফ্লিপকার্ট (Flipkart )-আমাজনের (Amazon ) পরিষেবা। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস নয়, সমস্ত পণ্যসামগ্রী সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাল এই দুই ই-কমার্স সংস্থা। দুই সংস্থার বক্তব্য, সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে হাইজিন বজায় রেখেই জিনিসপত্র সরবরাহ করবে।

Logos of Flipkart and Amazon (Photo Credits: Twitter)

মুম্বই, ২৮ এপ্রিল: লকডাউনের জেরে বন্ধ ফ্লিপকার্ট (Flipkart )-আমাজনের (Amazon ) পরিষেবা। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস নয়, সমস্ত পণ্যসামগ্রী সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাল এই দুই ই-কমার্স সংস্থা। দুই সংস্থার বক্তব্য, সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে হাইজিন বজায় রেখেই জিনিসপত্র সরবরাহ করবে। আরও পড়ুন: Mumbai Police: করোনায় মৃত ৩, ৫৫ বছরের বেশি বয়সী কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ মুম্বই পুলিশের 

আমাজন কর্তা অমিত আগরওয়াল টুইটারে একটি ছবি শেয়ার করেন। টুইটে তিনি বলেন, ই-কমার্স সংস্থাগুলি সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অত্যন্ত যত্ন-সহকারে সাবধনতা অবলম্বন করে কাজ করে ই-কমার্স সংস্থাগুলি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে সাধারণ মানুষের কাছে সমস্ত জিনিস পৌঁছে দিতে চায় ই-কমার্স সংস্থাগুলি।'

২০ তারিখের পর বেশ কিছু বিষয়ে লকডাউনের কড়া নিয়ম শিথীল করা হয়েছে। পাড়ার মুদি দোকান খোলারও অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ই-কমার্স সংস্থাগুলির ক্ষেত্রে পূর্ববর্তী প্রযোজ্য নিয়মের উপর কোনও পরিবর্তন আনা হয়নি। আমাজন, ফ্লিপকার্ট ছাড়াও শপক্লুজ এবং পেটিএম নিত্যপ্রয়োজনীয় জিনিসের তালিকার সীমাবদ্ধতা কিছুটা বাড়ানোর আর্জি করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের তালিকায় ল্যাপটপ এবং রাউটারকেও যুক্ত করার আর্জি জানিয়েছেন তারা।