All Party Meeting On Manipur: মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদ ভবনে শুরু সর্বদলীয় বৈঠক, দেখুন ভিডিয়ো

ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি। অবস্থা সামলা দিতে শনিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে সংসদ ভবনে শুরু হল সর্বদলীয় বৈঠক।

Photo Credits: ANI

নয়াদিল্লি: ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি (Manipur situation)। অবস্থা সামলা দিতে শনিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) উদ্যোগে সংসদ ভবনে শুরু হল সর্বদলীয় বৈঠক (All-party meeting)। সেখানে হাজির হতে দেখা গেল মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা (Meghalaya CM Conrad K Sangma) থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান (TMC MP Derek O'Brien) এবং সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাসকে (CPI(M) MP John Brittas)।

গত এপ্রিল মাসের শেষ দিক থেকে জাতিগত কারণে উত্তাল হয়ে উঠেছিল উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য মণিপুরের পরিস্থিতি। দুটি উপজাতি সম্প্রদায়ের মধ্যে লড়াইয়ের জেরে ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। জখমও হন প্রচুর মানুষ। নষ্ট হয় সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকদিন জারি করা হয় কার্ফু। উপদ্রুত এলাকাগুলিতে রাজ্যের বেশিরভাগ নিরাপত্তাকর্মী, অসম রাইফেলস ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পর পরিবেশ কিছুটা শান্ত হয়।

দেখুন ভিডিয়ো:

বেশ কিছুদিন সবকিছু থমথমে থাকার পর জুনের মাঝামাঝি নাগাদ ফের একদিন আচমকা গণ্ডগোল হয় পূর্ব ইম্ফলের একটি এলাকায়। এর ফলে ৯ জনের মৃত্যু হয় জখম হন ১০ জন। তারপর থেকেই উত্তেজনার আগুন ধিকিধিকি করে জ্বলছে। পরিস্থিতি সামলা দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সর্বদলীয় বৈঠকের ডাক দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেখুন ভিডিয়ো: