Akhilesh Yadav Attacks Adityanath: 'সংবিধান, গণতন্ত্রে বিশ্বাস না থাকলে যোগী আর যোগী থাকেন না'
সমাজবাদী পার্টির প্রধানের অভিযোগ, নির্বাচনের আগে থেকে বিজেপি ষড়যন্ত্র শুরু করে। বিশেষ করে বুদ্ধিজীবী মানুষের বিরুদ্ধে। বিশেষ করে যে সমস্ত মানুষরা মুসলিমদের নিয়ে ভাবনাচিন্তা করেন, তাঁদের বিরুদ্ধে বিজেপি ষড়যন্ত্র শুরু করে বলে অভিযোগ করেন অখিলেশ।
দিল্লি, ৫ অগাস্ট: এবার অখিলেশ যাদব (Akhilesh Yadav) তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath)। অখিলেশের দাবি, সংবিধানে ভরসা না রাখলে যোগী আর যোগী থাকেন না। শুধু তাই নয়, বিজেপি যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে চিন্তাভাবনা করে, তা অগণতান্ত্রিক এবং অসংবিধানিক বলেও আক্রমণ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সমাজবাদী পার্টির প্রধানের অভিযোগ, নির্বাচনের আগে থেকে বিজেপি ষড়যন্ত্র শুরু করে। বিশেষ করে বুদ্ধিজীবী মানুষের বিরুদ্ধে। বিশেষ করে যে সমস্ত মানুষরা মুসলিমদের নিয়ে ভাবনাচিন্তা করেন, তাঁদের বিরুদ্ধে বিজেপি ষড়যন্ত্র শুরু করে বলে অভিযোগ করেন অখিলেশ। গণতন্ত্র এবং সংবিধানের গ্রহণযোগ্যতা যোগীর কাছে নেই বলেও অভিযোগ করেন অখিলেশ যাদব।
প্রসঙ্গত অযোধ্যা গণধর্ষণ মামলায় পুলিশ সমজবাদী পার্টির স্থানীয় নেতাকে গ্রেফতার করলে, তার বিরুদ্ধে সুর চড়ান অখিলেশ। ওই সময় হাথরসে পদপিষ্টের ঘটনার উল্লেখ করে যোগী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অখিলেশ যাদব।