Akbaruddin Owaisi: মোদী-শাহরা কয় ভাইবোন? প্রধানমন্ত্রীর 'বহিরাগত' মন্তব্যের পাল্টা জবাব দিলেন আসাদউদ্দিন ওয়াইসির ভাই

সম্প্রতি রাজস্থানে নির্বাচনী জনসভায় গিয়ে সংখ্যালঘুদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী সরাসরি তাঁদের আক্রমণ না করে ‘যাদের বেশি সন্তান রয়েছে’ বলে মন্তব্য করেন তিনি। এই নিয়ে স্বাভাবিকভাবেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। যদিও এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশন অবশ্য মুখে কুলুপ এঁটেছে। এবার এই মন্তব্যের পাল্টা দিলেন এআইএমআইএম-এর নেতা আকবরউদ্দিন ওয়াইসি (Akbaruddin Owaisi)।

আসাদউদ্দিনের ভাই একটি জনসভায় বলেন, "মোদীজি যে বক্তব্য রেখেছে সেটার কড়া নিন্দা করছি। আমাদের উদ্দেশ্যে বহিরাগত, বেশি বাচ্চা জন্ম দিই এই ধরণের ভাষায় আক্রমণ করা হয়েছে। তাহলে অটল বিহারী বাজপেয়ী কী হবে? ওনারা ৭ ভাইবোন, অমিত শাহরা ৭ ভাইবোন, যোগী আদিত্যনাথের ৭ ভাইবোন, নরেন্দ্র মোদীর ৬ ভাইবোন, আরএসএসের মোহন ভাগবতরা ৪ ভাইবোন, হিমন্ত বিশ্বশর্মার ৭ ভাইবোন রয়েছে"।

আকবরউদ্দিন আরও বলেন, "আমরা বহিরাগত কীভাবে হলাম? এই দেশ আমাদের, দেশকে আমরাও সমৃদ্ধ করেছি। দেশকে ঐতিহ্যশালী বানাতে আমাদেরও ভূমিকা রয়েছে। দেশকে তাজ মহল, কুতুবমিনার, লালকেল্লা, জামা মসজিদ, চারমিনার আমরা বানিয়ে দিয়েছি। এই দেশ আমাদের ছিল, আছে এবং থাকবে"।