PM Narendra Modi's Birthday:পেট ভরবে লক্ষ মানুষের, মোদীর জন্মদিনে বিশেষ ভাবনা আজমেঢ় শরিফ দরগার

৫৫০ বছরের ঐতিহ্য মেনে এদিন ৪০০০ কেজি নিরামিষ খাবার তৈরি করা হবে, যা আগত মানুষদের পেট ভরাবে। খাঁটি ঘি, শুকনো ফল, চাল দিয়ে বানানো হবে এই খাবার।

আজমেঢ় শরিফ দরগা (ছবিঃANI)

নয়াদিল্লিঃ আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narendra Modi) জন্মদিন। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে(PM Narendra Modi's birthday) বিশেষ ভাবনা আজমেঢ় শরিফ দরগার(Ajmer Sharif Dargah)। এ দিন ৪০০০ কেজি নিরামিষ খাবার আয়োজন করতে চলেছে আজমেঢ় শরিফ কর্তৃপক্ষ এমনটাই খবর। আজমেঢ় শরিফ দরগাসহ দেশের বিভিন্ন ধর্মীয় স্থানে থাকবে এই লঙ্গরের ব্যবস্থা। আজমেঢ় শরিফের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং 'সেবা পাখওয়াদা' উপলক্ষে আজমেঢ় শরিফ দরগায় বিখ্যাত 'শাহি দেগ'-এর আয়োজন করা হবে। ৫৫০ বছরের ঐতিহ্য মেনে এদিন ৪০০০ কেজি নিরামিষ খাবার তৈরি করা হবে, যা আগত মানুষদের পেট ভরাবে। খাঁটি ঘি, শুকনো ফল, চাল দিয়ে বানানো হবে এই খাবার। বুধবার সংবাদসংস্থা এএনআইকে সৈয়দ আফশান চিশতি যোগ বলেন,"আমরা প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করব। সমগ্র লঙ্গরটি ভারতীয় সংখ্যালঘু ফাউন্ডেশন এবং আজমির শরীফের চিশতি ফাউন্ডেশন দ্বারা আয়োজন করা হচ্ছে।" 'ডিগ' জ্বালানো থেকে শুরু করে খাদ্য বিতরণ, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিষ্ঠা ও যত্ন সহকারে পরিচালিত হবে। হাজার হাজার ভক্ত ও অভুক্ত মানুষদের সেবা এবং তাঁদের শ্রদ্ধা জানানোই আমাদের লক্ষ। রাত সাড়ে ১০টায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতীর দরগাহ প্রাঙ্গণে "বড় শাহী দেগ" প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে।"

Ajmer Sharif Dargah to mark PM Modi's birthday with 4000 kg of vegetarian langar