Ajmer Dargah Cleric Arrested: নূপুর শর্মার শিরোচ্ছেদ করার নিদান দিয়ে গ্রেফতার আজমেঢ় শরীফ দরগার খাদিম

সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) খুনের নিদান দেওয়ার অভিযোগে গ্রেফতার রাজস্থানের আজমেঢ় শরীফ দরগার (Ajmer Dargah) খাদিম সালমান চিশতি (Salman Chishti)। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। একটি ভিডিও বার্তায় চিশতিকে বলতে শোনা গিয়েছে, নূপুর শর্মার মাথা যে নিয়ে আসবে, তাকে তিনি তাঁর বাড়ি উপহার দেবেন। চিশতিকে এটাও বলতে শোনা যায় যে নবীকে অসম্মান করার জন্য নূপুরকে তিনি গুলি করে মেরে ফেলতেন।

Ajmer Dargah Cleric Salman Chishti (Photo: ANI)

আজমেঢ়, ৬ জুলাই: সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) খুনের নিদান দেওয়ার অভিযোগে গ্রেফতার রাজস্থানের আজমেঢ় শরীফ দরগার (Ajmer Dargah) খাদিম সালমান চিশতি (Salman Chishti)। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। একটি ভিডিও বার্তায় চিশতিকে বলতে শোনা গিয়েছে, নূপুর শর্মার মাথা যে নিয়ে আসবে, তাকে তিনি তাঁর বাড়ি উপহার দেবেন। চিশতিকে এটাও বলতে শোনা যায় যে নবীকে অসম্মান করার জন্য নূপুরকে তিনি গুলি করে মেরে ফেলতেন।

আজমেঢ়ের অতিরিক্ত পুলিশ সুপার বিকাশ সাংওয়ান জানিয়েছেন, সাসপেন্ড হওয়া বিজেপি নেতা নূপুর শর্মার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে চিশতিকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে এই ভিডিও নিয়ে এফআইআর দায়ের করা হয়। এরপরই চিশতির খোঁজে তল্লাশি শুরু হয়। বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, চিশতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিওটি করার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেই মনে হচ্ছে। এছাড়াও অতীতে তাঁর নামে অভিযোগ দায়ের হয়েছে থানায়।

এদিকে, আজমেঢ় শরীফ দরগার দেওয়ান জয়নুল আবেদিন আলি খানের অফিস ভিডিওটির নিন্দা করেছে এবং বলেছে মাজার সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। ভিডিওতে খাদিম যে মতামত প্রকাশ করেছে তা দরগা থেকে বার্তা হিসাবে বিবেচিত হতে পারে না। এটাও যোগ করা হয়েছে যে এই উস্কানিমূলক মন্তব্যটি একজন ব্যক্তির বিবৃতি এবং সেটা অত্যন্ত নিন্দনীয়।