Air India: পশ্চিমে শক্তি হচ্ছে জমি, দিল্লি থেকে মিলানে সরাসরি বিমান এয়ার ইন্ডিয়ার

করোনাভাইরাসের বাড়বাড়ন্ত যখন পৃথিবী জুড়ে, সেই সময় দক্ষিণ ইতালির এই শহর থেকে দিল্লিতে বিমান চলাচল বন্ধ করে দেয় এয়ার ইন্ডিয়া। প্রায় ৩ বছর বিমান চলাচল বন্ধ থাকার পর এবার ফের এই রুটে উড়বে এয়ার ইন্ডিয়ার বিমান।

Air India Flight (Photo Credit: ANI)

দিল্লি, ২ ফেব্রুয়ারি: এবার দিল্লি (Delhi) থেকে মিলানে (Milan) যাওয়ার সরাসরি বিমান চালু করল এয়ার ইন্ডিয়া (Air India)। ১ ফেব্রুয়ারি থেকে দিল্লি থেকে মিলান যাওয়ার সরাসরি বিমান চালু করল এয়ার ইন্ডিয়া। ২০২০ সালের মার্চ মাস থেকে দিল্লি-মিলান সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। করোনাভাইরাসের বাড়বাড়ন্ত যখন পৃথিবী জুড়ে, সেই সময় দক্ষিণ ইতালির এই শহর থেকে দিল্লিতে বিমান চলাচল বন্ধ করে দেয় এয়ার ইন্ডিয়া। প্রায় ৩ বছর বিমান চলাচল বন্ধ থাকার পর এবার ফের এই রুটে উড়বে এয়ার ইন্ডিয়ার বিমান। মিলানের পাশাপাশি এবার ভিয়েনা এবং কোপেনহেগেন, দিল্লি রুটেও বিমান চলাচল শুরু হবে। যার ফলে ইউরোপের সঙ্গে এ ভারতের বিমান যোগাযোগের ক্ষেত্রে আরও একধাপ এয়ার ইন্ডিয়া এগোল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  AI Pee-Gate Row: এয়ার ইন্ডিয়ায় মহিলার গায়ে মূত্রত্যাগের অভিযোগ, জামিন পেলেন শঙ্কর মিশ্র

প্রসঙ্গত গত বছর এয়ার ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়, এবার থেকে সপ্তাহে একদিন করে ভিয়েনা এবং কোপেনহেগেনের উদ্দেশে বিমান উড়বে দিল্লি থেকে। সেই ঘোষণা এবার ফলপ্রসূ হচ্ছে বলে জানা যাচ্ছে কোম্পানির তরফে।