Air India: সমস্ত বকেয়া মিটিয়ে পাইলটদের অব্যাহতি দেওয়ার দাবি এয়ার ইন্ডিয়ার পাইলট অ্যাসোসিয়েশনের
এয়ার ইন্ডিয়ার পাইলট অ্যাসোসিয়েশনের বুধবার একটি বৈঠকে দীর্ঘদিনের বকেয়া মেটানোর দাবি জানায়। এই অ্যাসোসিয়েশন বুধবার বৈঠকের পর বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার পাইলটদের একটি চিঠি লেখে। যাতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে বেসামরিক বিমান কর্তৃপক্ষের বৈঠকের বিষয়ে আলোচনা করা হয়। গত ৮ জুলাই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলস অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান পাইলটস গিল্ডের সদস্যরাও। অ্যাসোসিয়েশন বেসামরিক বিমান মন্ত্রকের কাছে পাইলটদের অব্যাহতির দাবি করে।
নতুন দিল্লি, ১০ জুলাই: এয়ার ইন্ডিয়ার পাইলট অ্যাসোসিয়েশনের (Air India Pilots Association) বুধবার একটি বৈঠকে দীর্ঘদিনের বকেয়া মেটানোর দাবি জানায়। এই অ্যাসোসিয়েশন বুধবার বৈঠকের পর বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার পাইলটদের (Pilots) একটি চিঠি লেখে। যাতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে বেসামরিক বিমান কর্তৃপক্ষের বৈঠকের বিষয়ে আলোচনা করা হয়। গত ৮ জুলাই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান পাইলটস গিল্ডের সদস্যরাও। অ্যাসোসিয়েশন বেসামরিক বিমান মন্ত্রকের কাছে পাইলটদের অব্যাহতির দাবি করে।
ওই চিঠিতে লেখা হয়, পাইলটদের সমস্ত বকেয়া মিটিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব অব্যাহতি দিয়ে দেওয়া হোক। তারা আরও জানিয়েছেন, "বিশ্বে করোনা মহামারীর সময় এয়ার ইন্ডিয়ার ফ্রন্টলাইন কর্মীরা লড়েছেন তাদেরকে সামনে রেখে লড়ে গেছি।" তারা আরও জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার কর্মীদের বেতনের ওপর যে অর্থ কাটা হয়েছে তা ফিরিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে। বৈঠকে তাদের বেতন ছাড়াই ছুটি দিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়।
তবে অ্যাসোসিয়েশন ২৫ শতাংশ বকেয়া দাবি করে। তারপরই পাইলটদের ছেড়ে দেওয়া হোক বলে দাবি জানায়। তাছাড়াও এই কঠিন সময়ে কর্মীদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয় বলে জানায় তারা। ৬ জুলাই এয়ার ইন্ডিয়া পাইলট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজীব বনসল আর্থিক সংকটের কথা লিখে জানান। করোনার কারণে বিমান বন্ধ থাকায় প্রত্যেকের ১০% বেতন কেটে নেওয়া হয় বলে জানানো হয়।