Another Man Pees On Female Passenger: এয়ার ইন্ডিয়ার দিল্লি-প্যারিস বিমানে মহিলার গায়ে মূত্রত্যাগ মত্ত যাত্রীর, শোরগোল

রিপোর্ট প্রকাশ, বৃহস্পতিবার সকাল ৯.৪০ নাগাদ দিল্লিতে নামে এয়ার ইন্ডিয়ার বিমান। এরপরই জানা যায়,মত্ত অবস্থায় এক যাত্রী মহিলা সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেন। মদ্যপ অবস্থায় ওই কীর্তি ঘটান এয়ার ইন্ডিয়ার পুরুষ যাত্রী।

Air India Image (Photo Credit: File Photo)

দিল্লি, ৫ জানুয়ারি: ২৬ নভেম্বরের ঘটনার পর এবার ফের মহিলা সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ উঠল আরও এক যাত্রীর বিরুদ্ধে। দিল্লি-প্যারিস এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে এমনই একটি ঘটনার জেরে ফের চাঞ্চল্য ছড়ায়। দিল্লি-প্যারিস এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন এক যাত্রী। বৃহস্পতিবার যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। তবে বিসনেস না ইকোনমি ক্লাসের যাত্রী মাঝ আকাশে ওই কীর্তি করেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

রিপোর্ট প্রকাশ, বৃহস্পতিবার সকাল ৯.৪০ নাগাদ দিল্লিতে নামে এয়ার ইন্ডিয়ার বিমান। এরপরই জানা যায়,মত্ত অবস্থায় এক যাত্রী মহিলা সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেন। মদ্যপ অবস্থায় ওই কীর্তি ঘটান এয়ার ইন্ডিয়ার পুরুষ যাত্রী। দিল্লি (Delhi) বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান নামলে বিষয়টি প্রকাশ পায় এবং তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। জানা যায়, দিল্লি বিমানবন্দরে নামার পর অভিযুক্ত মহিলা সহযাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন।

আরও পড়ুন: Air India Flight Shocker: মাঝ আকাশে আতঙ্ক, প্রকাশ্যে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপের, রিপোর্ট চাঞ্চল্য

প্রসঙ্গত গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক-দিল্লি বিমানে মত্ত অবস্থায় এক মহিলার গায়ে প্রস্রাব করে দেন পুরুষ যাত্রী। যে ঘটনা প্রকাশ্যে আসার পর তা নিয়ে তোলপাড় হয়ে যায়। ওই পুরুষ যাত্রী কেন মহিলা সহয়াত্রীর গায়ে মূত্রত্যাগ করেন, তা নিয়ে দিল্লি পুলিশ অবিযোগ দায়ের করে। পাশাপাশি অভিযুক্ত যাত্রীকে আগামী ৩০ দিনের জন্য এয়ার ইন্ডিয়ার তরফে নিষিদ্ধ করা হয়।