Air India Require Pilots: বড় ঘোষণা এয়ার ইন্ডিয়ার, ৬,৫০০-রও বেশি চালক নিয়োগ করবে বিমান সংস্থা

বর্তমানে এয়ার ইন্ডিয়ার ১১৩টি বিমানের জন্য ১৬০০ জন চালক রয়েছেন। যা পর্যাপ্ত নয়। সেই সঙ্গে যুক্ত হচ্ছে আরও একগুচ্ছে নতুন বিমান। তার জন্যই কোম্পানির তরফে নতুন করে বিমান চালক নিয়োগ করা হবে বলে জানানো হয়।

Air India (Photo Credit: Twiiter/Ratan Tata)

দিল্লি, ১৭ ফেব্রুয়ারি: এবার বড় ঘোষণা করল এয়ার ইন্ডিয়া (Air India)। কোম্পানির তরফে জানানো হয়, এয়ার ইন্ডিয়া ৬,৫০০ জনের বেশি বিমান চালককে নেবে। ৪৭০টি বিমানের জন্য ৬,৫০০ জনেরও বেশি চালককে (Pilot) নিয়োগ করা হবে বলে জানানো হয় এয়ার ইন্ডিয়ার তরফে। এয়ার ইন্ডিয়ার যে নতুন বোয়িং আসছে, তার জন্যই কয়েক হাজার  বিমান চালক নিয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট কোম্পানির তরফে জানানো হয়। রিপোর্টে প্রকাশ, এয়ার ইন্ডিয়া ৮৪০টি নতুন বিমান কেনার প্রস্তাব পাশ করেছে। যার মধ্যে এই মুহূর্তে ৩৭০টি এয়ার বাস সংশ্লিষ্ট কোম্পানির তরফে কেনা হচ্ছে বলে খবর। বর্তমানে এয়ার ইন্ডিয়ার ১১৩টি বিমানের জন্য ১৬০০ জন চালক রয়েছেন। যা পর্যাপ্ত নয়। সেই সঙ্গে যুক্ত হচ্ছে আরও একগুচ্ছে নতুন বিমান। তার জন্যই কোম্পানির তরফে নতুন করে বিমান চালক নিয়োগ করা হবে বলে জানানো হয়।

আরও পড়ুন: Air India Express Flight: ত্রিবান্দ্রাম থেকে মাসকাটে যাওয়ার সময় বিপত্তি, উড়তে পারল না এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার এশিয়া ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়ার এই দুই কোম্পানিতে ৮৫০ জন চালক রয়েছেন ৫৪টি বিমানের জন্য। অন্যদিকে ভিস্তারায় রয়েছেন ৬০০ চালক। ভিস্তারার ৫৩টি বিমানের জন্য ৬০০ চালক রয়েছেন বলে খবর। সব মিলিয়ে এয়ার ইন্ডিয়ার নিজস্ব চালক এবং কোম্পানির অন্তর্ভুক্ত অন্য তিন সংস্থায় একাধিক চালক থাকলেও, নতুন করে নিয়োগ করা হবে বলে খবর।

সম্প্রতি এয়ার ইন্ডিয়ায় পরপর দুটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। এয়ার ইন্ডিয়ার দিল্লি-নিউ ইয়র্ক বিমানের বিসনেস ক্লাসে এক মহিলার গায়ে শঙ্কর মিশ্র নামে এক যাত্রী প্রস্রাব করেন বলে অভিযোগ। যা নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়ে যায়। শঙ্কর মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে, তাঁকে গ্রেফতার করা হয়। যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত। তবে শঙ্কর মিশ্রকে ৪ মাসের জন্য নিষিদ্ধ করা হয় এয়ার ইন্ডিয়ার তরফে।  দিল্লি-নিউ ইয়র্ক বিমানের পাশাপাশি প্যারিসের একটি বিমানেও যাত্রীর মূত্রত্যাগের ঘটনা নিয়ে অভিযোগ করা হয়। যা নিয়েও ছড়ায় শোরগোল।