Air Hostess Suicide case: বিমান সেবিকার আত্মহত্যার ঘটনায় ছাড়া পেলেন হরিয়ানার প্রক্তন মন্ত্রী গোপাল কান্ডা

২০১২ সালে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল গোপাল কান্ডার বিরুদ্ধে

Photo Credit ANI

বিমান সেবিকা গীতিকা শর্মার সুইসাইড করে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হরিয়ানার প্রাক্তন মন্ত্রী গোপাল কান্ডাকে মুক্তি দিল আদালত। ২০১২ সালে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল গোপাল কান্ডার বিরুদ্ধে। যার জন্য দিল্লি আদালতের তরফে তাকে ট্রায়ালে রাখা হয়েছিল গীতীকা শর্মার মামলায়।

বিভিন্ন ধারায় অভিযুক্ত ছিলেন তিনি। যার মধ্যে রয়েছে আইপিসি ৩০৬, ৫০৬, ২০১, ১২০B এবং ৪৬৬। এছাড়া ট্রায়াল কোর্টের তরফেও ৩৭৬ এবং ৩৭৭ ধারা যুক্ত করা হয়।

কান্ডার বিমান সংস্থা এমডিএলআরে কাজ করতে গীতীকা শর্মা। মৃত্যুর পূর্বে সুইসাইড নোটে যৌন হেনস্থা ও হয়রানির অভিযোগে তুলে আত্মহত্যা করেন তিনি।৫ অগাস্ট ২০১২ সালে আত্মহত্যা করেন তিনি।উত্তর পশ্চিম দিল্লির অশোক বিহারের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।