Aide de Camp : দেশের প্রথম মহিলা এইড ডি ক্যাম্প নিযুক্ত হলেন এয়ার ফোর্স অফিসার মনীষা পাধি

মিজোরামের গভর্নরের অ্যাড ডি ক্যাম্প হিসেবে নিযুক্ত হলেন তিনি

Photo ANI

দেশের প্রথম মহিলা এইড ডি ক্যাম্প হিসেব নিযুক্ত হলেন এয়ার ফোর্সের স্কোয়াড্রন লিডার মনিষা পাধি।মিজোরামের গভর্নর হরিরাম কামভামপতি । ২৯ নভেম্বর আর্মড ফোর্সেস থেকে মনীষা পাধিকে এডিসি নিযুক্ত করা হয়। রাজভবনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে নিযুক্ত করা হয়। রাজভবনের বিভিন্ন আধিকারিকের সঙ্গে তাঁকে পরিচয়ও করিয়ে দেওয়া হয়।

নতুন এই পোস্টিংয়ের আগে মনীষা পাধি বিদার, পুনে এবং ভাতিন্ডার এয়ার ফোর্স স্টেশনে নিষুক্ত ছিলেন।

ভারতবর্ষে এইড ডি ক্যাম্প একটি সম্মান। দেশের প্রধান কার্যকর্তা যেমন আর্মি চিফ, নেভি চিফ এবং এয়ার স্টাফদের ক্ষেত্রে ৩ জন করে অ্যাড ডি ক্যাম্প থাকেন। প্রেসিডেন্টের ক্ষেত্রে ৫ জন অ্যাড ডি ক্যাম্প রাখা হয়। যার মধ্যে তিনজন থাকেন আর্মি থেকে, একটি নেভি এবং একটি এয়ার ফোর্স থেকে। এছাডা় আরও একটি এইড ডি ক্যাম্প  থাকেন টেরিটোরিয়াল আর্মি থেকে।

এইড ডি ক্যাম্প অর্থ হল বিশেষ পদাধীকারীদের সহকারী অফিসার। যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পদাধীকারীকে সহায়তা করে থাকেন।