Heatstroke Death in Maharashtra: মর্মান্তিক! অগ্নিবীরের প্রশিক্ষণ নেওয়ার সময় হিটস্ট্রোকে মৃত মহারাষ্ট্রের যুবক
অগ্নিবীরের প্রশিক্ষণ নেওয়ার সময় হিটস্ট্রোকের জেরে মৃত্যু হল মহারাষ্ট্রের এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। মৃতের নাম হারশাল সঞ্জয় মারাঠে বলে জানা গেছে। তাঁর বাড়ি ধুলে জেলার শিরপুর তালুকার ভারুল গ্রামে।
মুম্বই: অগ্নিবীরের (Agniveer) প্রশিক্ষণ নেওয়ার (Training) সময় হিটস্ট্রোকের (Heatstroke) জেরে মৃত্যু হল মহারাষ্ট্রের (Maharastra) এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। মৃতের নাম হারশাল সঞ্জয় মারাঠে বলে জানা গেছে। তাঁর বাড়ি ধুলে জেলার (Dhule district) শিরপুর তালুকার (Shirpur taluka) ভারুল গ্রামে (Varul village)।
সূত্রের খবর, মৃত ওই যুবক সম্প্রতি নাসিক রোড আর্টিলারি সেন্টারে (Nashik road artillery centre) অগ্নিবীরের প্রশিক্ষণ নিচ্ছিলেন। আচমকা প্রচণ্ড জ্বর (High fever) ও বমি (vomiting) করার জেরে তাঁকে দেওলালি ক্যাম্পের (Deolali camp) সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত শুক্রবার সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানান, হিটস্ট্রোকের কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের। সেনা আধিকারিকরা জানিয়েছেন, মৃতের শরীরের ভিসেরা আরও পরীক্ষা করার জন্য রেখে দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় মৃত্যুর একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
অগ্নিবীরের প্রশিক্ষণ নেওয়ার সময় আচমকা ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি লক্ষ্য করে তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। রবিবার ওই যুবকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর গ্রামে।
প্রসঙ্গত উল্লেখ্য, অতিরিক্ত গরমের কারণে কিছুদিন আগেই খারগড়ে মহারাষ্ট্র ভূষণ অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছিল। এই বিষয়টি নিয়ে বেশ জলঘোলাও হয়। আরও পড়ুন: Uttarakhand: সেলফি তুলতে গিয়ে নির্মম পরিণতি, হেলিকপ্টারের ব্লেডে লেগে মৃত্যু সরকারি আধিকারিকের