Rahul Gandhi: রাহুল গান্ধীর বিরুদ্ধে ট্যুইট, FIR অমিত মালব্যর বিরুদ্ধে

কোন ট্যুইটের প্রেক্ষিতে অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, তা কার্যত অস্পষ্ট। তবে রাহুল গান্ধীর সাম্প্রতি আমেরিকা সফর নিয়ে একটি ট্যুইট করেন মালব্য।

Amit Malviya, Rahul Gandhi (Photo Credit: Twitter)

বেঙ্গালুরু, ২৮ জুন: রাহুল গান্ধীর বিরুদ্ধে ট্যুইট করায় এফআইআর দায়ের করা হল অমিত মালব্যর বিরুদ্ধে।  বেঙ্গালুরুতে বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।  কর্ণাটকের কংগ্রেস নেতা রমেশ বাবু বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বেঙ্গালুরুতে। বিজেপির আইটি সেলের প্রধানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ। যদিও কোন ট্যুইটের প্রেক্ষিতে অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, তা কার্যত অস্পষ্ট।  তবে রাহুল গান্ধীর সাম্প্রতি আমেরিকা সফর নিয়ে একটি ট্যুইট করেন মালব্য।  যেখানে তিনি দাবি করেন, রাহুল গান্ধী 'প্রতারণামূলক খেলা' খেলছেন।  ওই ট্যুইটের প্রেক্ষিতেই মালব্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফে।

 

কর্ণাটকের অপর কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে বলেন,আইনি পরামর্শ নিয়ে তবেই অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।