Narendra Modi On Jammu Kashmir Terror Attack: কাশ্মীরে পরপর জঙ্গি হামলা, পরিস্থিতি খতিয়ে দেখতে দোভালের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলায় যাতে সব ধরনের ব্যবস্থা করা হয়, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi (ছবিঃPhoto Credit: ANI)

দিল্লি, ১৩ জুন: জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) পরপর জঙ্গি হামলার জেরে এবার পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা অজিত দোভাল-সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেই জম্মু কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করেন নরেন্দ্র মোদী।

জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলায় যাতে সব ধরনের ব্যবস্থা করা হয়, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: Rahul Gandhi Attacks Narendra Modi: 'মোদী উদযাপনে ব্যস্ত তাই জঙ্গি হামলায় নিহতদের পরিবারের কান্না শুনতে পাচ্ছেন না', আক্রমণ রাহুলের

গত কয়েকদিনে পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটতে শুরু করেছে জম্মু কাশ্মীরে। নরেন্দ্র মোদীর শপথের সন্ধ্যায় রিয়াসিতে জঙ্গি হামলা হয়। বৈষ্ণোদেবী থেকে শিব খোরিতে যাওয়ার পথে তীর্থযাত্রীদের বাসে হামলা চলে। এরপর ডোডা এবং কাঠুয়াতেও হামলা চালায় জঙ্গিরা। পরপর জঙ্গি হামলার জেরে ১০ জনের মৃত্যুর খবর মেলে।