Atiq Ahmed Video: পুলিশের গুলিতে নিহত পুত্র আসাদ, আদালতে কড়া নিরাপত্তার মোড়কে মাফিয়া আতিক আহমেদ
প্রয়াগরাজে বিধায়ক রাজু পাল হাত্যা মামলার প্রধান সাক্ষী উমেশ পালের খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্যাংস্টার আতিক আহমেদ। আতিকের পাশাপাশি তার ভাই, ছেলে আসাদ এবং গুলামও উমেশ পাল হত্যা মামলার মূল অভিযুক্ত।
দিল্লি, ১৩ এপ্রিল: প্রয়াগরাজে উমেশ পাল হত্যা মামলায় মূল অভিযুক্ত আতিক আহমেদের (Atiq Ahmed) ছেলে আসাদ নিহত। উত্তরপ্রদেশের ঝাঁসিতে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় আতিক-পুত্র আসাদের (Asad)। আসাদের সঙ্গে তার সঙ্গী গুলামও পুলিশের গুলিতে নিহত বলে খবর। আসাদ এবং গুলামের মৃত্যুর পর বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করে পুলিশ। অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি আসাদ এবং গুলামের কাছ থেকে মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এদিকে ছেলে আসাদের মৃত্যুর পর আতিক আহমেদকে প্রয়াগরাজের সিজেএম আদালতে নিয়ে আসা হয়। কড়া নিরাপত্তার মোড়কে আতিক আহমেদকে বৃহস্পতিবার প্রয়াগরাজের সিজেএম আদালতে নিয়ে আসা হয়। প্রসঙ্গত প্রয়াগরাজে বিধায়ক রাজু পাল হাত্যা মামলার প্রধান সাক্ষী উমেশ পালের খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্যাংস্টার আতিক আহমেদ। আতিকের পাশাপাশি তার ভাই, ছেলে আসাদ এবং গুলামও উমেশ পাল হত্যা মামলার মূল অভিযুক্ত।
গ্যাংস্টার আতিক আহমেদ পুত্র আসাদ এবং গুলামের মৃত্যুর পর জরুরি বৈঠক ডাকেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই জরুরি বৈঠকে বসেন আদিত্যনাথ। গ্যাংস্টার আসাদ নিহত হওয়ার পর উত্তরপ্রদেশ এসটিএফের কাজের প্রশংসা করেন যোগী।
আসাদ নিহত হওয়ারপর মুখ্যমন্ত্রীর সামনে গোটা ঘটনার রিপোর্ট প্রকাশ করা হয়। অএরপরই উত্তরপ্রদেশ পুলিশ এবং এসটিএফের প্রশংসা করেন যোগী আদিত্যনাথ।