Python Rescued From UP: ছাগল খেয়ে পেট ঢোল, নড়তে পারছে না অজগর
শিহারি (Sihari) গ্রাম থেকে একটি বিশালাকার অজগর(Python) উদ্ধার করল বন দফতর। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুর জেলার এক ছোট্ট গ্রাম শিহারি। সেখানেই উদ্ধার হয় এই পাইথনটি। বন দফতরের কর্মীর কথায়, এক বড়সড় প্রাণীর শিকার করে অজগরটি। যার জেরেই আর নড়াচড়া করতে না পেরে এক জায়গাতেই বসে পড়ে অজগরটি। অজগরটিকে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
রামপুর, ২৮ সেপ্টেম্বর: শিহারি (Sihari) গ্রাম থেকে একটি বিশালাকার অজগর(Python) উদ্ধার করল বন দফতর। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুর জেলার এক ছোট্ট গ্রাম শিহারি। সেখানেই উদ্ধার হয় এই পাইথনটি। বন দফতরের কর্মীর কথায়, এক বড়সড় প্রাণীর শিকার করে অজগরটি। যার জেরেই আর নড়াচড়া করতে না পেরে এক জায়গাতেই বসে পড়ে অজগরটি। অজগরটিকে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। আরও পড়ুন: Alapan Banerjee: রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলে আগামী মুখ্য সচিব আলাপন ব্যানার্জি, টুইটারে ঘোষণা মমতার
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বনদফতরের উঁচুতলার কর্মী রাজীব কুমার জানান, "আমাদের কর্মীরা খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন অজগরটিকে। রামপুরের শিহারি গ্রামে ঘটনাটি ঘটেছে। বনদফতরের কর্মীরা অজগরটিকে উদ্ধার করে সামনের একটি জঙ্গলে ছেড়ে দেন।"
বনদফতরের ওই কর্মী আরও বলেন, "সম্ভবত একটি বড়সড় ছাগল। যার জেরে অজগরটি নড়াচড়া করতে পারছিল না। যদিও অজগরের শরীরে কোনও বিষ থাকেনা। যার জন্য এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।"