Arvind Kejriwal: দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিন স্থগিত করতেই তোপ সঞ্জয় সিংয়ের, বললেন, 'মোদীজি কেন বিচার ব্যবস্থাকে 'উপহাস' করছেন?
কেজরিওয়ালের জামিন নিয়ে ইডি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলে, ফের ধাক্কা খান মুখ্যমন্ত্রী। আবগারী দুর্নীতি মামলায় আপাতত কেজরিওয়ালের জামি স্থগিত করে দেয় দিল্লি হাইকোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট যখন কেজরিওয়ালের জামিন মঞ্জুরের রায় দেয়, তখন ওই রায়ের বিরোধিতা করার সুযোগ তাঁরা পাননি।
দিল্লি, ২১ জুন: দিল্লি হাইকোর্ট (Delhi High Court) অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিন আপাতত স্থগিত করতেই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন আপ নেতা সঞ্জয় সিং। আপ নেতা বলেন, 'মোদী সরকারের গুন্ডামি দেখুন। ট্রায়াল কোর্টের আদেশ আসেনি, একটি কপিও পায়নি, তবুও মোদীর ইডি কোন নির্দশকে চ্যালেঞ্জ করতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে?' মোদীজি কেন বিচার ব্যবস্থাকে 'উপহাস' করছেন বলেও কটাক্ষের সুরে প্রশ্ন তোলেন আপ নেতা সঞ্জয় সিং। সবকিছু মিলিয়ে দিল্লি হাইকোর্ট মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জামিন আপাতত স্থগিত করতেই তা নিয়ে রাজনৈতিক মহলে জোর সমালোচনা শুরু হয়ে যায়।
কেজরিওয়ালের জামিন নিয়ে ইডি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলে, ফের ধাক্কা খান মুখ্যমন্ত্রী। আবগারী দুর্নীতি মামলায় আপাতত কেজরিওয়ালের জামি স্থগিত করে দেয় দিল্লি হাইকোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট যখন কেজরিওয়ালের জামিন মঞ্জুরের রায় দেয়, তখন ওই রায়ের বিরোধিতা করার সুযোগ তাঁরা পাননি।
এমনকী কেজরির জামিনের বিরোধিতা করার জন্য নির্দিষ্ট সময়ও তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষের আইনজীবী এস ভি রাজু। যা শুনে ইডির দাবির পালটা বিরোধিতা করেন কেজরিওয়ালের আইনজীবী বিক্রম চৌধুরী। এমনকী ইডির আবেদনের নিন্দাও করেন কেজরির আইনজীবী বিক্রম।