Jagannath Temple’s Ratna Bhandar: রয়েছে অমূল্য সব সম্পদ, ৪০ বছর পর খুলছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার
১৯৮৫ সালে শেষ বছরের মত খোলা হয় ওড়িশার (Odisha) জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার। ৪০ বছর পর এবার সেই রত্ন ভান্ডার চাক্ষুষ করতে পারবেন ভক্তরা।
ভুবনেশ্বর, ১০ জুলাই: দীর্ঘ ৪০ বছর পর খুলছে পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) রত্ন ভান্ডার (Ratna Bhandar)। আগামী ১৪ জুলাই থেকে ওড়িশার জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার খুলবে বলে খবর। সোনাদানা-সহ একাধিক মূল্যবান সামগ্রীতে ভর্তি জগন্নাথ মন্দিরের এই রত্ন ভান্ডার। যা কয়েক দশক ধরে বন্ধ ছিল। টানা ৪০ বছর পর এবার জগন্নাথ মন্দিরের সেই রত্ন ভান্ডারের অমূল্য রতনের দর্শন পাবেন সাধারণ মানুষ।
১৯৮৫ সালে শেষ বছরের মত খোলা হয় ওড়িশার (Odisha) জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার। ৪০ বছর পর এবার সেই রত্ন ভান্ডার চাক্ষুষ করতে পারবেন ভক্তরা।
জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারে কোন কোন অমূল্য সম্পদ রয়েছে, সে বিষয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। শুধু তাই নয়, জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারে যে সম্পদ রয়েছে, তা দিয়ে গোটা দেশের মানুষকে ২ বছর বিনামূল্যে খাওয়ানো যাবে বলে খবর। সোনা, রুপো-সহ একাধিক মূল্যবান সামগ্রী রয়েছে জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারে।