AFSPA : অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বেশ কিছু অংশে অফস্পা বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

১ অক্টোবর থেকে কার্যকর হবে এই নতুন আদেশ

AFSPA Act Photo Credit: File Photo

অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বেশ কিছু এলাকায় ছমাসের জন্য বাড়ানো হল আফস্পা।স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে  দুই রাজ্যের বেশ কিছু এলাকায় এই  আইন লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

কেন্দ্রীয় সরকারের জারি করা প্রথম গেজেট নোটিফিকেশনে ৮ টি জেলা, ৫ টি অন্য জেলার ২১ টি পুলিশ স্টেশনকে "ডিসস্টার্ব এরিয়া"  বলে ঘোষণা করা হয়েছিল।যা কার্যকর করা হয়েছিল ১ এপ্রিল ২০২৩ থেকে।

এছাড়া অন্য একটি গেজেট নোটিফিকেশন অরুণাচল প্রদেশের তিরাপ, চ্যাল্যাং এবং লংডিং এলাকাগুলিকে এই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

১ অক্টোবর থেকে এই নতুন আদেশ কার্যকরী হবে বলে জানা গেছে।