African Swine Fever Case Detected In Kerala: আফ্রিকান সোয়াইন ফিভার এবার কেরালায়
ভারতে এবার আফ্রিকান সোয়াইন ফিভার (African Swine Fever)। কেরালার ওয়ানাড জেলার মাথানথাবাদির এক শূকরের খামারে আফ্রিকান সোয়াইন ফিভারের সন্ধান মিলেছে।
তিরুবনন্তপুরম, ২২ জুলাই: ভারতে এবার আফ্রিকান সোয়াইন ফিভার (African Swine Fever)। কেরালার ওয়ানাড জেলার মাথানথাবাদির এক শূকরের খামারে আফ্রিকান সোয়াইন ফিভারের সন্ধান মিলেছে। গত শুক্রবার ওই খামার থেকেই মৃত শূকরের নমুনা পাঠানো হয়েছিল ভোপালের এক গবেষণাগারে। সেই নমুনা পরীক্ষা করে জানানো হয়েছে আফ্রিকান সোয়াইন ফিভারের জীবাণু রয়েছে মাথানথাবাদির ওই শূকরের খামারে। আরও পড়ুন-Emergency: জরুরি অবস্থার প্রেক্ষাপটে নির্মিত ছবি ‘ইমার্জেন্সি’তে কেমন লাগছেন অনুপম খের? ফার্স্ট লুক প্রকাশ্যে
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুর দিকেই মাথানথাবাদির ওই খামারে মৃত শূকরের নমুনা ভোপালের গবেষণাগারে পাঠানো হয়েছিল। এখন নমুনা পরীক্ষার পর আফ্রিকান সোয়াইন ফিভার পজেটিভ এসেছে। খবর পেয়েই পশুপালন বিভাগ পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন দপ্তর ও কেরালার সরকার একযোগে কাজ শুরু করেছে।