Aditya-L1: লাইভ স্ট্রিমিংয়ে আদিত্য এল ১ এর উৎক্ষেপন দেখার সুযোগ হয়দরাবাদের বিড়লা প্লানেটোরিয়ামে
শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপন করা হবে আদিত্য এল ১ কে
মহাকাশে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি সেরে ফেলেছে আদিত্য এল ১। চাঁদের পর এবার সূর্ষের বিষয়ে তথ্য সংগ্রহ করতে আদিত্য এল ১কে পাঠাচ্ছে ইসরো। এই উপলক্ষ্যে হয়দরাবাদে বিড়লা প্লানেটোরিয়ামে লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে এই উৎক্ষেপন। এর পাশাপাশি একটি কুইজ কম্পিটিশনেরও আয়োজন করা হয়েছে প্লানেটোরিয়াম চত্বরে।
ভারতের পক্ষ থেকে সূর্ষের কাছে পাঠানো প্রথম মিশন এই আদিত্য এল ১। সূর্যকে কাছ থেকে গবেষণার জন্য এতে থাকছে ৭ টি পে-লোড। যার মধ্যে চারটি শুধুমাত্র সূর্ষের আলো পরীক্ষার জন্য এবং তিনটি থাকবে প্লাজমা এবং ম্যাগনেটিক ফিল্ড পরিমাপ করার জন্য।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে শনিবার উৎক্ষেপন করা হবে এই আদিত্য এল ১ কে। পিএসএলভি পি ৫৭ মারফৎ এই পর্যবেক্ষন মূলক যানকে পাঠানো হবে সূর্যের কাছাকাছি।
মহাকাশ াদিত্য এল ১ কে এমনভাবে রাখা হবে যাতে তা মৃসণভাবে সূর্যকে লক্ষ্য রাখতে পারে।সূর্যগ্রহনের সময়ও যাতে এই অভিযান বাধাপ্রাপ্ত না হয় সেই ব্যবস্থাও করা হয়েছে।এর ফলে সূ্র্যের কার্যকলাপ এবং মহাকাশের পরিবেশের ওপর তার প্রভাব সর্ম্পকে জানতে অনেক সাহায্য করবে এই আদিত্যা এল ১।