Pulwama Attack Anniversary: পুলওয়ামায় হামলার ঘটনায় ১৯ জন জঙ্গির মধ্যে খতম হয়েছে ৮ আর ধৃত ৭, জানালেন কাশ্মীরের ADGP

ওই সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকা ১৯ জনের মধ্যে ৮ জনকে খতম করার পাশাপাশি ৭ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে মঙ্গলবার জানালেন কাশ্মীর জোনের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার।

ফাইল ফটো (Photo Credits: PTI)

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পুলওয়ামায় জঙ্গি হামলা (Pulwama Terror Attack) হয়ে যাওয়ার পর কেটে গেছে চারটি বছর। ২০১৯ সালে ঠিক আজকের দিনেই পাকিস্তানের (Pakistan) মদতপুষ্ট জঙ্গিদের (Terrorist) হামলায় শহিদ হয়েছিলেন সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের (CRPF) ৪০ জন জওয়ান। ওই সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকা ১৯ জনের মধ্যে ৮ জনকে খতম করার পাশাপাশি ৭ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে মঙ্গলবার জানালেন কাশ্মীর জোনের (Kashmir Zone) অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ADGP) বিজয় কুমার (Vijay Kumar)। তিনজন পাকিস্তানি নাগরিক (Pakistanis)-সহ চারজনকে এখনও ধরা যায়নি।

এপ্রসঙ্গে মঙ্গলবার ওই জঙ্গি হামলায় মৃত শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয় কুমার বলেন, "ওই ঘটনার পরই নিরাপত্তা সংস্থাগুলি এই এলাকা থেকে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Muhammad) জঙ্গি সংগঠনকে পুরোপুরি উৎখাত করতে সক্ষম হয়েছে। ওদের সমস্ত শীর্ষ কমান্ডারদেরই খতম করা হয়েছে। বর্তমানে জইশ-ই-মহম্মদে কুখ্যাত জঙ্গি মোসা সোলাইমানি-সহ ৫-৬ জন পাকিস্তানি ও ৭-৮ জন স্থানীয় কাশ্মীরি জঙ্গি সক্রিয় রয়েছে। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি ওদেরও খতম করা হবে।"

তিনি আরও বলেন, "পুলিশ শুধুমাত্র জঙ্গিদের গ্রেফতার বা তাদের আস্তানাতে হানা দিয়েই ক্ষান্ত হচ্ছে না। মাদক সন্ত্রাস ও সন্ত্রাসের জন্য টাকা তোলার বিষয়টিও নির্মূল করার চেষ্টা চালাচ্ছে। কয়েকদিন আগেই আমরা ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছি। তার মধ্যে ২৬ লক্ষ টাকা উদ্ধার হয়ে বারামুল্লা (Baramulla) থেকে।" আরও পড়ুন: Aero India 2023: বিতর্কের মধ্যেই এইচ এল এফ টি -৪২ বিমান থেকে সরল বজরংবলীর ছবি, কি বললেন চেয়ারম্যান সিবি অনন্তকৃষ্ণান