Asian Development Bank: করোনা মোকাবিলায় ভারতকে ১৬,৫০০ কোটি টাকা দেওয়া হবে, আশ্বাস দিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক

মহামারী করোনার বিরুদ্ধে লড়াইতে ভারতকে ১৬ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হবে। শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে আশ্বস্ত করলেন এশিয়াল ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতসুগু আসেকাওয়া। এক বার্তায় আসেকাওয়া বলেছেন, মহামারী করোনার (COVID-19 pandemic) প্রভাবে ভারত সরকারের অর্থনৈতিক দূরবস্থা প্রকট হয়েছে। তিন সপ্তাহের লকডাউনে দিন আনি দিন খাই মানুষের উপার্জনের ছিটেফোটাও বেঁচে নেই। জাতীয় স্বাস্থ্য পরিষেবা ও আয়কর নেওয়ার ক্ষেত্রে দেশবাসীকে স্বস্তি দিয়েছে সরকার। দিনমজুর ও মহিলা শ্রমিকদের সহায়তায় ২৬ মার্চ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা হয়েছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১০ এপ্রিল: মহামারী করোনার বিরুদ্ধে লড়াইতে ভারতকে ১৬ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হবে। শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে আশ্বস্ত করলেন এশিয়াল ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতসুগু আসেকাওয়া। এক বার্তায় আসেকাওয়া বলেছেন, মহামারী করোনার (COVID-19 pandemic) প্রভাবে ভারত সরকারের অর্থনৈতিক দূরবস্থা প্রকট হয়েছে। তিন সপ্তাহের লকডাউনে দিন আনি দিন খাই মানুষের উপার্জনের ছিটেফোটাও বেঁচে নেই। জাতীয় স্বাস্থ্য পরিষেবা ও আয়কর নেওয়ার ক্ষেত্রে দেশবাসীকে স্বস্তি দিয়েছে সরকার। দিনমজুর ও মহিলা শ্রমিকদের সহায়তায় ২৬ মার্চ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা হয়েছে।

তিনি আরও বলেন, “জরুরি প্রয়োজনে ভারতকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে, দিন দরিদ্র, ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী এবং স্বাস্থ্য খাতে সহায়তার জন্য জরুরি ভিত্তিতে ১৬, ৫০০ কোটি টাকার বন্দোবস্ত করা হচ্ছে। একই সঙ্গে বেসরকারি ক্ষেত্রে সহযোগিতার দিকটিও ভাবনা চিন্তা করে দেখা হচ্ছে।” আরও পড়ুন- Coronavirus Cases In India: গত ১২ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৪৭, দেশে মারণ ভাইরাসের কবলে ৬৪১২ জন, মৃত ১৯৯

আসেকাওয়া বলেন, “যদি প্রয়োজন পড়ে তো ভারতকে আরও সাহায্য করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ভারতের প্রয়োজনে আমরা সমস্ত অর্থনৈতিক সুযোগ সুবিধার সহায়তা দেব। জরুরি সহায়তা, পলিসি বেসড ঋণ, এডিবি-র তহলবিলের দ্রুত বিতরণের জন্য বাজেট সহায়তাও করা হবে।”