Delhi: দিল্লিতে পড়ুয়াদের মৃত্যুর প্রতিবাদে এভিবিপির সমর্থকদের জমায়েত, মেয়রের ছবিতে কালো রং লাগিয়ে প্রতিবাদ
দিল্লির রাজেন্দ্র নগরে কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবাদ চলছে রাজধানীতে। শনিবারের এই ঘটনা নিয়ে চুড়ান্ত অব্যবস্থার জন্য আপ সরকারকেই দায়ী করছে বিজেপি।
দিল্লির রাজেন্দ্র নগরে কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবাদ চলছে রাজধানীতে। শনিবারের এই ঘটনা নিয়ে চুড়ান্ত অব্যবস্থার জন্য আপ সরকারকেই দায়ী করছে বিজেপি (BJP)। তাঁদের দাবি, সরকারের নাকের ডকায় বেসমেন্টে কীভাবে ব্যবসা চালাচ্ছিল কোচিং সেন্টারের কর্তৃপক্ষ? আর এই নিয়ে দিল্লির মেয়র শেলি ওবেরয়ের (Shelly Oberoi) বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবিভিপির (ABVP) কর্মী সমর্থকরা। এমনকী তাঁর ছবিতে কালো রং মাখিয়ে বিরোধীতা করেন বিক্ষুব্ধরা। পরে পুলিশ এসে প্রতিবাদীদের সরে যাওয়ার নির্দেশ দেয় কিন্তু পুলিশের নিষেধ অমান্য করেই চলে বিক্ষোভ প্রদর্শন। আর তাই এভিবিপির একাধিক কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
গতকাল সন্ধ্যেবেলায় কোচিং সেন্টারে গিয়েছিল ৩০-৩৫ জন পড়ুয়া। সকলেই ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যাঁদের মধ্যে ছিলেন শ্রেয়া যাদব, নবীন ডালভিন এবং তানিয়া সোনি। এদিন এই তিনজন ছাড়াও বেশ কয়েকজন বেসমেন্টের লাইব্রেরিতে পড়াশুনার জন্য গিয়েছিলেন। সেই সময় বাইরে প্রবল বৃষ্টিতে জল জমে যায়। আর সেই জল হুড়মুড়িয়ে চলে আসে বেসমেন্টে। আর লাইব্রেরির দরজা একটা হওয়াতে সকলেই অতিকষ্টে সেখান থেকে বেরোন, তবে শ্রেয়া, নবীন ও তানিয়া শেষ পর্যন্ত বেরোতে পারেন না। আর জলে ডুবে মৃত্যু হয় তাঁদের।
এরপরেই প্রশ্ন উঠছে রাজেন্দ্র নগরের এতবড় কোচিং সেন্টারে কীভাবে প্রশাসনকে না জানিয়ে বেসমেন্টে ব্যবসা করছিল। কারণ নিয়ম অনুযায়ী বেসমেন্টে গাড়ি রাখার জায়গা বা স্টোররুম ছাড়া আর কিছুই করার কথা নয়। সেখানে বছরের পর বছর বেসমেন্ট পঠন পাঠন চালাচ্ছিল পড়ুয়ারা। আর কোনওরকম নিকাশি ব্যবস্থা বা বিকল্প কোনও প্রবেশ পথও ছিল না। এই অব্যবস্থাগুলির কারণেই প্রাণ গেল তিন ইউপিএসসির পড়ুয়া।