Assam INDIA Seats: প্রত্যাহারেও প্রত্যাখানের বার্তা, গুয়াহাটি থেকে প্রার্থী তুলে অসমে দুটি আসনে কংগ্রেসকে ছাড়ার দাবি আপ-এর
অসমে বিরোধী জোট INDIA-তে আসন সমঝোতায় জল ঢেলেছে তৃণমূল। মেঘালয়ের তুরার পর গতকাল অসমে চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দিদির দল। তবে অসমের ১৪টি লোকসভা আসনেই জোট গড়তে মরিয়া কংগ্রেস ও আম আদমি পার্টি।
অসমে বিরোধী জোট INDIA-তে আসন সমঝোতায় জল ঢেলেছে তৃণমূল। মেঘালয়ের তুরার পর গতকাল অসমে চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দিদির দল। তবে অসমের ১৪টি লোকসভা আসনেই জোট গড়তে মরিয়া কংগ্রেস ও আম আদমি পার্টি। বিরোধী ভোট ভাগাভাগি রুখতে গুয়াহাটি থেকে তাদের প্রার্থী তুলে নিল আপ। তবে তার বদলে সোনিতপুর ও ডিব্রুগড়ে কংগ্রেসকে প্রার্থী তুলে নেওয়ার দাবি জানিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। ডিব্রুগড়ে আপ প্রার্থী করেছে ছাত্র নেতা লুরিনজ্যোতি গগৈ-কে। তবে কংগ্রেস এই দাবি মানতে নারাজ বলে খবর।
এবার ডিব্রুগড়ে প্রার্থী হয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। যে সোনওয়ালকে সরিয়ে ২০২১ সালে বড় জয়ের পর হিমন্ত বিশ্বশর্মা-কে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিল বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। গতবার এই আসনে সাড়ে ৩ লক্ষ ভোটে জিতেছিলেন বিজেপির রামেশ্বর তেলি। অন্যদিকে, গুয়াহাটি থেকে আপ প্রার্থী তুলে নেওয়ায় এখানে সরাসরি লড়াই বিজেপি-র বিজুলি মেধি ও মীরা গোস্বামী-র সঙ্গে। গতবার বিজেপি-র কুইন ওঝা এখান থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ ভোটে জিতেছিলেন।
দেখুন খবরটি
অসমের যে চারটি লোকসভা আসনে তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে। সেগুলি হল- ১) গৌরীশঙ্কর সারানিয়া (কোরাঝার), ২) আব্দুল কালাম আজাদ (বারপেটা), ৩) ঘনকান্ত ছুটিয়া (লাখিমপুর) ও রাধেশ্যাম বিশ্বাস (শিলচর)। অসমে কংগ্রেসের থেকে দুটি লোকসভা আসন চেয়েছিল তৃণমূল। কিন্তু তাতে রাজি হয়নি হাত শিবির। একক শক্তিতেই হিমন্ত বিশ্বশর্মা-র রাজ্যে লড়বে তৃণমূল।