IPL Auction 2025 Live

Arvind Kejriwal: দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পত্নী সুনীতা? জোর জল্পনার মাঝে মুখে কুলুপ আপের

অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পদত্যাগের ঘোষণার পর থেকেই জোর জল্পনা দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যাবে তাঁর পত্নী সুনীতা কেজরিওয়াল (Sunita Kejriwal)-কে।

Sunita Kejriwal, Arvind Kejriwal (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৫ সেপ্টেম্বর: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পদত্যাগের ঘোষণার পর থেকেই জোর জল্পনা দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যাবে তাঁর পত্নী সুনীতা কেজরিওয়াল (Sunita Kejriwal)-কে। বিজেপি সমর্থিত বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে, সুনীতা কেজরিওয়াল দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কেজরিওয়ালের গ্রেফতারীর পর থেকে বেশ সক্রিয় হয়েছেন তাঁর পত্নী সুনীতা। জেলবন্দি স্বামীর অনুপস্থিতিতে ভোটের প্রচার থেকে দলীয় গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা গিয়েছে সুনীতা কেজরিওয়াল-কে।

বিজেপি-র দাবি অরবিন্দ কেজরিওয়ালের সব গুটি সাজানোই আছে। জেলে যাওয়ার সময় লালুপ্রসাদ যাদব যেভাবে তাঁর স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করেছিলেন, সেই কায়দাতেই নাকি কেজরিওয়ালও তাঁর স্ত্রী সুনীতা-কে কুর্সি দেবেন। সময় যত যাচ্ছে এই জল্পনা তত বাড়ছে। এই জল্পনার মাঝে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন আপের শীর্ষ নেতারা।

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভাসছে সুনীতা কেজরিওয়ালের নামে

তবে সূত্রের খবর, কেজরিওয়ালের ছেড়ে যাওয়া আসনে বসতে পারেন অতিশী, গোপাল রাই বা কৈলাশ গেহলেট-দের মধ্যে থেকে কোনও হেভিওয়েট মন্ত্রী। মাস তিনেক এগিয়ে এসে চলতি বছর নভেম্বরেই দিল্লিতে হতে পারে বিধানসভা নির্বাচন। তাই কেজরির পরবর্তী যেই মুখ্যমন্ত্রী হন তিনি মাস দুয়েকের জন্যই মুখ্যমন্ত্রী হবেন।