AAP Candidates List Delhi 2025 Elections: দিল্লি ভোটে প্রার্থীদের নাম ঘোষণা কেজরিওয়ালের, ভিড় দলবদল করা নেতাদের

আগামী বছর ফেব্রুয়ারিতে হতে পারে দিল্লি বিধানসভা নির্বাচন। তার আগে দেশের রাজধানী শহরে ভোটের দামামা বাজিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

Arvind Kejriwal In Delhi Assembly (Photo Credit: ANI/X)

আগামী বছর ফেব্রুয়ারিতে হতে পারে দিল্লি বিধানসভা নির্বাচন। তার আগে দেশের রাজধানী শহরে ভোটের দামামা বাজিয়ে প্রথম দফায় ১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরির দলের প্রথম দফার ১১ জন প্রার্থীর মধ্যে ৬জনই অন্য দল থেকে সদ্য আপে য়োগ দেওয়া নেতা। এমনকী প্রাক্তন বিজেপি বিধায়ককে টিকিট দিতে দিয়ে, গতবারের জেতা বিধায়ককেও প্রার্থী করলেন না কেজরি।  শুক্রবার দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথম জোটে লড়লেও বিধানসভায় একাই লড়বে কেজরির দল।

৭০ আসনের দিল্লি বিধানসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়লেন কেজরি। সবার আগে প্রার্থী ঘোষণা করে ঘর গোছাতে শুরু করলেন আপ প্রধান। প্রথম দফায় ১১টি আসনে প্রার্থীদের মধ্যে ৬ জনই অন্য দল থেকে সদ্য আপে যোগ দিয়েছেন। কেজরির দলের প্রথম দফায় প্রার্থী তালিকায় আছেন বিজেপি-তে থেকে সদ্য আপে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক অনিল ঝা। অনিল ঝা-কে কিরারি আসনে টিকিট দিয়ে আপের বর্তমান বিধায়ক ঋতুরাজ ঝা-কে বসিয়ে দিলেন কেজরি। ছত্তরপুর বিধানসভা আসন থেকে আপের হয়ে লড়বেন প্রাক্তন বিজেপি নেতা ব্রহম সিং তানওয়ার। লক্ষ্মীনগর থেকে কেজরিওয়ালের প্রার্থী প্রাক্তন বিজেপি নেতা তথা দুবারের কাউন্সিলর বিবি ত্যাগি। তবে শুধু বিজেপি নয় কংগ্রেস ছেড়ে সদ্য আপে যোগ দেওয়া নেতাদেরও কেজরি প্রার্থী করলেন। আরও পড়ুন-হাসপাতালে ঢুকে হামলা, বিয়ের প্রস্তাব ফেরানোয় নার্সকে দেখেই ছুরি চালাতে শুরু করল যুবক, দেখুন ভিডিয়ো

মিতিয়ালা কেন্দ্রে আপের টিকিটে লড়বেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক সোমেশ শকিন। সেলিমপুর থেকে লড়বেন গত মাসে আপ যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস বিধায়কের ছেলে চৌধুরী জুবেইর আহমেদ। সেলিমপুরে আপের ঝাঁড়ু চিহ্নে লড়বেন প্রাক্তন কংগ্রেসী বিধায়ক বীর সিং ধিংগান।

এবারের দিল্লি বিধানসভা নির্বাচন অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক কেরিয়ারের খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট হতে চলেছে। দুর্নীতির অভিযোগে জেল খাটা, একের পর এক ঘনিষ্ঠ নেতার দল ছেড়ে বিজেপিতে যোগদান কিংবা মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করা। কেজরিওয়াল এবার ভোটে জিতে গেলে আবার স্বমহিমায় রাজনীতিতে ফিরবেন। আর হেরে গেলে তলিয়ে যেতে পারেন অতল গভীরে।

গত দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করলেও ৭০টির মধ্যে ৬২টি আসনে জিতে নজির গড়ে মুখ্যমন্ত্রীর আসনে ফিরেছিলেন কেজরি। তার আগে ২০১৫ দিল্লি বিধানসভা নির্বাচনে আপ জিতেছিল ৬৭টি আসনে।