Arvind Kejrwail: গদি ছাড়তেই মুখ্যমন্ত্রীর বাসভবন হাতছাড়া কেজরির, আপ প্রধানের জন্য সরকারী বাসভবনের দাবি রাঘব চাড্ডার

আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পরেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন অরবিন্দ কেজরিওয়াল। নিজের ছেড়ে যাওয়া আসনে অতশীকে বসিয়েছেন কেজরি।

Arvind Kejriwal (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ২০ সেপ্টেম্বর: আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পরেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejrwail)। নিজের ছেড়ে যাওয়া মুখ্যমন্ত্রীর আসনে অতশীকে বসিয়েছেন কেজরি। মুখ্যমন্ত্রী না থাকায় রাজ্যের প্রশাসনিক প্রধানের জন্য বরাদ্দ সরকারী বাসভবন থেকে সরতে হচ্ছে আম আদমি পার্টির প্রধান-কে। আর এমন সময় কেজরিওয়ালের জন্য সরকারী ভবনের দাবি জানাল আপ।

আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা দাবি জানালেন, "নিয়ম বলছে কোনও রাজনৈতিক দল যখন সর্বভারতীয় তকম পায়, তখন সেই দলকে দুটি জিনিস দেওয়া হয়। তার মধ্যে একটি হল দেশের রাজধানী শহরে সেই দলটির কাজের জন্য অফিস। আর দ্বিতীয়টি হল দলের জাতীয় আহ্বায়ক (Convenor)-এর জন্য একটি সরকারী আবাসন। এটা নির্বাচন কমিশনের আইনেই বলা আছে। আমরা সেই আইনের বলেই আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরওয়ালের জন্য সরকারী ভবন চাইছি।"

কেজরিওয়ালের জন্য সরকারী ভবনের দাবি আপ সাংসদ রাঘব চাড্ডার

এদিকে, আবগারি দুর্নীতি কাণ্ডে জামিনের পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। কেজরিওয়ালের সাফ কথা, মানুষ তাঁকে দুর্নীতিহীন মনে করে ভোট দিলে তবেই তিনি ফের মুখ্যমন্ত্রী পদে বসবেন। দেশের শীর্ষ আদালত তাঁকে জামিন দেওয়ার পর, এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসছেন জনতার আদালতে (Janta Ki Adalat)। জামিনে মুক্ত কেজরিওয়াল জনসংযোগ, মানুষের পাশে থাকার কাজটা তিনি চালিয়ে যেতে চান। আর সেই লক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর, রবিবার দুপুর ১১টা থেকে দিল্লির যন্তরমন্তরে জনতার আদালতে আম জনতার কথা শুনবেন আম আদমি-র প্রধান। এমন কথা জানিয়েছেন আপ নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই। আম দমি পার্টির পক্ষ থেকে এই জনতার আদালত বসানো হচ্ছে।



@endif