Times Now-ETG MCD Exit Poll Results 2022: এগজিট পোল অনুযায়ী দিল্লি পুরভোটে জয়ী হবে AAP, দ্বিতীয় বিজেপি
সোমবার বিকেলে প্রকাশিত এই এগজিট পোল থেকে জানা গেছে, ২০২২ সালের দিল্লি পুরসভা নির্বাচনে ১৪৬ থেকে ১৫৬টি আসন পেয়ে ক্ষমতা দখল করতে চলেছে আপ।
নয়াদিল্লি: টাইমস নাউ-ইটিজির (Times Now-ETG) করা এগজিট পোল (Exit Poll) অনুযায়ী দিল্লি পুরসভা নির্বাচনে (Delhi Municipal Corporation) বিরোধীদের অনেক পিছনে ফেলে জয়ী হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (Arvind Kejriwal-led Aam Aadmi Party)। আর তার পরে বেশ কিছুটা আসন কম পেয়ে দ্বিতীয় স্থানে থাকছে বিজেপি (BJP)।
সোমবার বিকেলে প্রকাশিত এই এগজিট পোল (Times Now-ETG MCD Exit Poll Results 2022) থেকে জানা গেছে, ২০২২ সালের দিল্লি পুরসভা নির্বাচনে ১৪৬ থেকে ১৫৬টি আসন পেয়ে ক্ষমতা দখল করতে চলেছে আপ। আর ৮৪ থেকে ৯৪টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকছে বিজেপি। অন্যদিকে অনেক পিছিয়ে থেকে ৬-১০টা আসন পেতে চলেছে কংগ্রেস (Congress)।