IPL Auction 2025 Live

Kangana Ranaut: কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের প্রতিবাাদে হরিয়ানায় আপ নেতাকর্মীর বিক্ষোভ

কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মহাবিপাকে পড়েছে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। একদিকে দল যেমন পাশে নেই, অপরদিকে বিরোধীর সাড়াশি আক্রমণে বেজায় সমস্যায় পড়েছেন মান্ডির সাংসদ।

Kangana Ranaut (Photo Credits: X)

কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মহাবিপাকে পড়েছে বিজেপি সাংসদ (Kangana Ranaut)। একদিকে দল যেমন পাশে নেই, অপরদিকে বিরোধীর সাড়াশি আক্রমণে বেজায় সমস্যায় পড়েছেন মান্ডির সাংসদ। মঙ্গলবার এই ইস্যুতে হরিয়ানার আপ নেতৃত্ব বিক্ষোভ দেখাতে শুরু করে। সামনেই তাঁর বহু প্রতিক্ষিত সিনেমা 'এমার্জেন্সি' মুক্তি পাচ্ছে। এই সিনেমায় ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। আর এই ছবির প্রচারে এসেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে বসছেন কুইন খ্যাত অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে তাঁকে শিখ নেতা প্রাণনাশের হুমকি দিয়েছেন। তাঁদের আশঙ্কা ছবিতে নাকি শিখ  সম্প্রদায়কে ভুলভাবে তুলে ধরা হতে পারে। আর যদি তা হয় তার ফল ভালো হবে না বলে হুমকি দিয়েছে ভিকি থমাস সিং।

প্রসঙ্গত, গত সোমবার ছবির প্রচারে এসে কঙ্গনা বলেছিলেন, কৃষক আন্দোলনের কারণে এই দেশে বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারতো। তবে কেন্দ্র সরকার কড়া হাতে এই আন্দোলন থামায়। এই আন্দোলনের জেরে নাকি দেশে খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটতে পারতো বলে আশঙ্কা করেছেন তিনি। এমনকী এই আন্দোলনে ইন্ধন দিয়েছে আমেরিকা ও চীনের মতো শক্তিশালী দেশগুলি। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। এমনকী বিজেপিকে প্রকাশ্যে বলতে হয় যে কঙ্গনার এই মন্তব্য একান্ত ব্যক্তিগত, এটি দল অনুমোদিত বক্তব্য নয়। আর ভবিষ্যতে যেন এই ধরণের মন্তব্য না করা হয় সেই নির্দেশও দেওয়া হয় অভিনেত্রী তথা সাংসদকে।