Swati Maliwal: কেজরিওয়ালের পি এ হেনস্থা করেন, অভিযোগ ওঠার পর স্বাতী মালিওয়ালের সঙ্গে সাক্ষাৎ আপ নেতা সঞ্জয় সিংয়ের
মঙ্গলবার সঞ্জয় সিং সাংবাদিক সম্মেলনে স্বাতী মালিওয়ালের ঘটনার উল্লেখ করেন। সঞ্জয় সিং বলেন, বিভব কুমার স্বাতীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি সম্পর্কে অবগত।
দিল্লি, ১৫ মে: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পি এ বিভব কুমারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ নিয়ে যখন সরগরম দিল্লির রাজনীতি, সেই সময় মহিলা কমিশনের প্রাক্তন প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন সঞ্জয় সিং। বুধবার আপ নেতা সঞ্জয় সিং স্বাতী মালিওয়ালের (Swati Maliwal) বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বলে খবর।
প্রসঙ্গত মঙ্গলবার সঞ্জয় সিং সাংবাদিক সম্মেলনে স্বাতী মালিওয়ালের ঘটনার উল্লেখ করেন। সঞ্জয় সিং বলেন, বিভব কুমার স্বাতীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি সম্পর্কে অবগত। বিভব কুমারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও কেজরিওয়াল আশ্বাস দেন বলে জানান সঞ্জয় সিং।
আরও পড়ুন: Swati Maliwal: স্বাতী মালিওয়ালের সঙ্গে 'খারাপ আচরণ' করেছেন কেজরিওয়ালের পি এ, বললেন আপের সঞ্জয় সিং
যদিও সঞ্জয় সিং এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করলেও স্বাতী মালিওয়াল কোনও মন্তব্য করেননি। বিভব কুমারকে নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্ত্বয করেননি আপ সাংসদ স্বাতী মালিওয়াল।