Arvind Kejriwal House Vandalism Case Update: কেজরিওয়ালের বাসভবন হামলার তদন্তে SIT গঠন হোক, দিল্লি হাইকোর্টে গেল আপ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের চৌহদ্দিতে ভাঙচুরের (Arvind Kejriwal House Vandalism Case) ঘটনার তদন্তে SIT গঠিত হোক। এই দাবিতে দিল্লি হাইকোর্ট মামলা রুজু করল আম আদমি পার্টি।

AAP (Photo Credits: IANS/Twitter)

নতুন দিল্লি,  ৩১ মার্চ:  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের চৌহদ্দিতে ভাঙচুরের (Arvind Kejriwal House Vandalism Case) ঘটনার তদন্তে SIT গঠিত হোক। এই দাবিতে দিল্লি হাইকোর্ট মামলা রুজু করল আম আদমি পার্টি। বুধবারের এই ঘটনার তদন্ত SIT -কে দেওয়া হোক, দিল্লি হাইকোর্টে এই আবেদন রেখেছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। দিল্লি পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ৩৫৩, ১৮৮ ও ৩৩২ ধারায় মামলা রুজু করেছে।

কাশ্মীর ফাইলস ছবি সম্পর্কে মন্তব্য করেছিলেন কেজরিওয়াল। কাশ্মীরি পণ্ডিতদের জন্য আদপেই যে কুছু করেনি বিজেপি সরকার, তাই তিনি বলতে চেয়েছিলেন। এরপরেই বিজেপির যুবমোর্চার সদস্যরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপর হামলা চালায়। সেই হামলায় এখনও পর্যন্ত ৭০ জনকে আটক করেছে পুলিশ। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন দিল্লি বিজেপির মুখপাত্র তাজিন্দর পাল সিং বাগ্গা, ও বিজেপি যুবমোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য।