Arvind Kejriwal: সিন্ধিয়া গড় থেকেই মধ্যপ্রদেশ বিধানসভার প্রচার শুরু করছেন কেজরিওয়াল

মধ্যপ্রদেশে কংগ্রেসকে খালি জমি ছাড়ছে না আম আদমি পার্টি। মধ্যপ্রদেশ বিধানসভার প্রচারে নামছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

Photo Credits: ANI

নয়া দিল্লি, ১ জুলাই: মধ্যপ্রদেশে কংগ্রেসকে খালি জমি ছাড়ছে না আম আদমি পার্টি। শিবরাজ সিং চৌহান, কমলনাথদের রাজ্যের বিধানসভার প্রচারে নামছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি শাসিত এই রাজ্যে গোয়ালিয়র থেকে প্রচার শুরু করবেন কেজরিওয়াল। গোয়ালিয়র হল বিজেপি-র তারকা মন্ত্রী তথা কংগ্রেসের প্রাক্তন নেতা জ্য়োতিরাদিত্য সিন্ধিয়ার এলাকা। মধ্যপ্রদেশে আপ আসলে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভোটব্যাঙ্ককে থাবা বসাবে বলে বিশেষজ্ঞদের মত। সম্প্রতি কর্ণাটক বিধানসভা নির্বাচনে লড়ে একেবারে খারাপ ফল করে আপ। দক্ষিণের সেই রাজ্যে এক শতাংশেরও কম ভোট পায় কেজরির দল।

পঞ্জাব ছাড়া দিল্লির বাইরে তেমন সাফল্য পাচ্ছে না আপ। গোয়া, গুজরাটে দু-তিনটি আসনে জিতলেও সেখানে দলের অবস্থা সঙ্কটে। হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকে একেবারে ভরাডুবি হয়েছে কেজরিওয়ালের দলের। উত্তর পূর্ব ভারতেরও তেমন ছাপ ছাড়তে পারছেন না আপ। কমিশনের খাতায় সর্বভারতীয় দল আপ-কে দিল্লি, পঞ্জাবের বাইরে নিয়ে যেতে মরিয়া কেজরিওয়াল। কিন্তু উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জেল, দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে মোদী সরকারের চাপে এখন দিল্লিতেই কোণঠাসা মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

দেখুন টুইট

পটনায় সম্প্রতি বিরোধীদের মহাবৈঠকে কংগ্রেসের সঙ্গে একই সঙ্গে বসেছিল আপ। কিন্তু দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্স ইস্যুতে হাত-ঝাড়ুর বিবাদ তুঙ্গে। আপ ইতিমধ্যেই ঘোষণা। ২০২৪ লোকসভায় তারা দিল্লিতে সব কটা আসনেই একা লড়বে। কংগ্রেস শাসিত দুই রাজ্য ছত্তিশগড়, রাজস্থানেও বিধানসভা লড়ছে আপ। অশোক গেহলট, সচিন পাইলটের রাজ্যে ২০০টি আসনে লড়বে তার দল। ইতিমধ্যেই ঘোষণা করেছেন কেজরি।