Tamil Nadu: গৃহদেবতা রুষ্ট হবেন, দলিত যুবককে ফ্ল্যাটভাড়া দিলেন না মহিলা!
দলিত হওয়ায় এক ব্যক্তিকে ফ্ল্যাট ভাড়া দিতে রাজি হলেন না মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) দিন্দিগুল জেলায়।
চেন্নাই, ২০ সেপ্টেম্বর: দলিত হওয়ায় এক ব্যক্তিকে ফ্ল্যাট ভাড়া দিতে রাজি হলেন না মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) দিন্দিগুল জেলায়। আরসাপিল্লাইপাত্তি গ্রামে রয়েছে লক্ষ্মী ও বেলুস্বামীর ফ্ল্যাট। সেই ফ্ল্যাট ভাড়া নিতে আসেন মাদুরাই বিরান। বিশদ খবরাখবরের পর লক্ষ্মী আচমকাই বিরানের বর্ণ জানতে চান। বিরান তৎক্ষণাৎ জানান, তিনি অনগ্রসর শ্রেণীভুক্ত। এটুকু শুনেই লক্ষ্মী জানিয়ে দেন যে, তিনি ফ্ল্যাট ভাড়া দেবেন না। আরও পড়ুন-Noida: নয়ডায় ভেঙে পড়ল আবাসিক সোসাইটির পাঁচিল, এখনও পর্যন্ত মৃত ৪ জন
পারিবারিক দেবতা রুষ্ট হবেন, তাই মুসলিম, দলিত ও খ্রিস্টানদের তিনি বাড়ি ভাড়া দেন না, সাফ জানিয়ে দিলেন ওই মহিলা। দলিত রাজনৈতিক দলের জেলাস্তরের নেতা ক্রিস্টোফার জানিয়েছেন, ওট্টাচাথিরাম বাজারে পাইকারি সবজির দোকান রয়েছে বেলুস্বামীর। দলিত শ্রেণীর শ্রমিকদের কাজে লাগিয়ে তিনি লাখ টাকা রোজগার করছেন নিত্য। এদিকে দলিত যুবককে ঘরভাড়া না দেওয়ার ভন্ডামিও করছেন।
এরপরই অনগ্রসর শ্রেণীর আইনে লক্ষ্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। তবে ঘটনার পর থেকেই পলাতক লক্ষ্মী। খুব শিগগির লক্ষ্মীকে গ্রেপ্তার করা হবে। এবং কৃতকর্মের জন্য সাজাও পাবেন ওই মহিলা।