Andhra Pradesh Rape: তিরুপতিতে সাড়ে ৩ বছরের কন্যা শিশুকে ধর্ষণের পর খুন করে দেহ পুঁতে ফেলল ২২ বছরের যুবক

অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় চাঞ্চল্যকর ঘটনা। চন্দ্রবাবু নাইডুর রাজ্যের পবিত্র জেলা তিরুপতির এএম পুরম গ্রামে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের পর খুন করা হল।

Representational Image (Photo Credits: File Photo)

Andhra Pradesh Rape: অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় (Tirupati) চাঞ্চল্যকর ঘটনা। চন্দ্রবাবু নাইডুর রাজ্যের পবিত্র জেলা তিরুপতির এএম পুরম গ্রামে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের পর খুন করা হল। শিশুটির পরিবারের এক ঘনিষ্ঠই এই জঘন্য কাণ্ডটি করে বলে খবর। নির্যাতিতা শিশুটিকে চকোলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ২২ বছরের সুশান্ত তাকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শিশু কন্যাটিকে ধর্ষণ করে খুনের পর দেহ পাশের ঝোপঝাড় থাকা জায়গায় পুঁতে আসে সেই যুবক।

পরিবারের সদস্যরা শিশুটির কিছুতেই খুঁজে না পেয়ে হন্যে হয়ে সন্ধান চালাচ্ছিল। সুশান্ত ভুল করে সেই জায়গাটায় নিয়ে যায়, যেখানে সে শিশুটিকে খুন করে পুঁতে দিয়েছিল।  সেখানে শিশুটির দেহ খুঁজে পেয়ে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার

কন্যা শিশুকে ধর্ষণের পর খুন

স্থানীয়দের সন্দেহ হয় সুশান্তর ওপর। দু একজন শিশুটিকে সুশান্তর সঙ্গে সেই জায়গায় যেতে দেখেছিল। পুলিশ তাকে গ্রেফতার করে জেরা চালাচ্ছে।



@endif